জিকিরকারীদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়


প্রকাশিত: ১১:৫১ এএম, ১২ জুলাই ২০১৬

জিকির আল্লাহর ইবাদাত। জিকিরের মাধ্যমেই মানুষ আল্লাহ নৈকট্য অর্জন করে থাকে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিকিরকারীদের অনেক ফজিলত বর্ণনা করেছেন। হাদিসে এসেছে-

Hadith-Zikir-Inner

হজরত আবু হুরায়রা ও হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে কোনো মানবদল আল্লাহ জিকির করতে বসে নিশ্চয় আল্লাহর ফেরেশতাগণ তাদের বেষ্টন করে নেন, তাঁর রহমত তাদের (জিকিরকারীদের) ঢেকে ফেলে; এবং তাদের ওপর শান্তি বর্ষিত হয়। অধিকন্তু আল্লাহ তাআলা তাঁর নিকটস্থ ফেরেশতাদের সম্মুখে তাদের (জিকিরকারীদের) স্মরণ করেন। (মুসলিম)

পরিশেষে…
জিকির শুধুমাত্র তাসবিহ-তাহলিল বা আল্লাহ-আল্লাহ করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং প্রত্যেক কাজে আল্লাহর নির্দেশ পালন করাও জিকির। যেমন- কুরআন তিলাওয়াত করা বড় জিকির; কুরআন-হাদিস শিক্ষা করা এবং শিক্ষা দেয়া জিকির; কুরআন-হাদিস নিয়ে চিন্তা-গবেষণা করাও জিকির; ওয়াজ-নসিহত করা এবং শ্রবণ করাও জিকির।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর বিধি-বিধান পালনের মাধ্যমে নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।