ঈদের সূচনা যেভাবে শুরু হয়
ঈদ মুসলিম উম্মাহর সর্বোচ্চ ইবাদাতময় আনন্দের অনুষ্ঠান। এ ঈদের সূচনার বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। ঈদের প্রচলন বিষয়ে একটি হাদিস তুলে ধরা হলো-
হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মদিনাবাসীদের মধ্যে বিশেষ দুটি দিবস ছিল। সেই দিবসে তারা খেলাধুলা করতো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন, এ দু’টি দিনের তাৎপর্য কী?
মদিনাবাসীরা উত্তর দিলো- আমরা জাহেলি (অন্ধকার) যুগ থেকে এ দু’দিনে খেলাধুলা করে আসছি। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহ তাআলা এ দু’দিনের পরিবর্তে এর চেয়েও উত্তম দু’টি দিন তোমাদেরকে দান করেছেন।
আর সেই দিন দু’টি হলো-
১. ঈদ-উল-ফিতর ও ২. ঈদ-উল-আজহা। (আবু দাউদ, নাসাঈ)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ দু’টি ঈদ যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এমএস