ঈদের দিন ভাব বিনিময়ের দোয়া


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৬ জুলাই ২০১৬

মুসলিম উম্মাহর সর্বোচ্চ ও বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। এ দিনে ঈদগাহ থেকে শুরু করে দেখা-সাক্ষাতে পরস্পরের সঙ্গে কুশল বিনিময়ের রয়েছে ইসলামি রীতি। একে অপরের সঙ্গে দেখা হলে ভাব-বিনিময়ের রয়েছে একটি দোয়া। যা তুলে ধরা হলো-

১. রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও  সাহাবায়ে কিরাম ঈদের দিন সাক্ষাৎকালে একে অপরকে বলতেন-

Vab-bimimoyer-Doa-Inner

উচ্চারণ : ‘তাক্বাব্বাল্লাহু মিন্না ওয়ামিনকা সালিহাল আ’মাল।’
অর্থ : ‘আল্লাহ তায়ালা আমাদের ও আপনার ভাল কাজগুলো কবূল করুন।’ (ফতহুল বারী)

২. ন্যূনতম ‘ঈদ মুবারক’ বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়।

তবে প্রথমে উল্লেখিত বাক্য দ্বারা শুভেচ্ছা বিনিময় করা উত্তম। কারণ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম এ বাক্য ব্যবহার করতেন এবং এতে পরস্পরের জন্য কল্যাণ কামনা ও আল্লাহ তাআলার কাছে রয়েছে দোয়া।

আল্লাহ তাআলা আমাদের উত্তম কথার দ্বারা একে অপরের সঙ্গে ঈদের ভাব বিনিময় করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।