ফিতরা আদায় করুন- সর্বনিম্ন ৬৫ সর্বোচ্চ ১৬৫০


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২৮ জুন ২০১৬

১৪৩৭ হিজরি ২০১৬ ইং বর্ষের ফিতরার পরিমাণ নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ বছর জনপ্রতি সর্বনিম্ন ৬৫ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। সামর্থ্যবানরা চাইলে ফিতরার সর্বোচ্চ পরিমাণ ১ হাজার ৬৫০ টাকা হারেও ফিতরা আদায় করতে পারবেন। গত ১৫ জুন বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সুতরাং ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী ফিতরা আদায়কারী গম/আটা, খেজুর, কিসমিস, পনির ও যব ইত্যাদি বস্তুগুলোর যে কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করতে পারবে।

>> গম/আটা দ্বারা আদায় করলে অর্ধ সা বা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ৬৫ টাকা আদায় করতে হবে।
>> খেজুর দ্বারা আদায় করলে ১ সা বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৬৬০ টাকা।
>> কিসমিস দ্বারা আদায় করলে ১ সা বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১৩২০ টাকা।
>> পনির দ্বারা আদায় করলে ১ সা বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১৬৫০ টাকা। এবং
>> যব দ্বারা আদায় করলে ১ সা বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২১৫ টাকা আদায় করতে হবে।

এই হিসাব অনুযায়ী এবারের ফিতরা সর্বনিম্ন ৬৫ টাকা থেকে ১ হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঈদের পূর্বেই ফিতরা আদায় করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।