১৩ রমজান : তাকওয়া অর্জনে যে দোয়া পড়বেন


প্রকাশিত: ০৬:২৪ এএম, ১৯ জুন ২০১৬

চলছে মাগফিরাতের দশক। আজ ১৩ রমজান। এ দশকে আল্লাহ তাআলা তাঁর বান্দাদেরকে গোনাহ থেকে ক্ষমা করবেন। আল্লাহর ক্ষমা লাভ করে তাকওয়া অর্জনের জন্য একটি দোয়া তুলে ধরা হলো-

13-Doa-Inner

উচ্চারণ : আল্লাহুম্মা ত্বাহহিরনি ফিহি মিনাদ্দানাসি ওয়াল আক্বজার; ওয়া সাব্বিরনি ফিহি আ’লা কাইনাতিল আক্বদার; ওয়া ওয়াফফিক্বনি ফিহি লিত্তাক্বা ওয়া সুহবাতিল আবরার; বিআ’ওনিকা ইয়া কুর্রাতা আ’ইনিল মাসাকিন।

অর্থ : হে আল্লাহ! এদিনে আমাকে কলুষতা ও অপবিত্রতা থেকে পবিত্র কর। যা কিছু তকদির অনুযায়ী হয় তা মেনে চলার ধৈর্য আমাকে দান কর। তোমার বিশেষ অনুগ্রহে আমাকে তাকওয়া অর্জন এবং সৎ কর্মশীলদের সাহচর্যে থাকার তৌফিক দাও। হে অসহায়দের আশ্রয়দাতা।

পরিশেষে...
আল্লাহ তাআলা মাগফিরাতের দশকে মুমিন বান্দাকে আত্মিক পবিত্রতা সঙ্গে ন্যয় ও ইনসাফে সুসজ্জিত হওয়ার তাওফিক দান করুন। মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। আমিন।

এমএমএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।