মাগফিরাত লাভের প্রথম দোয়া

রমজানের দ্বিতীয় দশকের প্রথম দিন (১১ রমজান) আজ। মাগফিরাতের প্রথম দিন। আজকের দিন থেকে সকল মানুষ ক্ষমা লাভে রোনাজারি, কান্না-কাটি করবে। মাগফিরাতের দশকে ক্ষমা লাভের একটি দোয়া তুলে ধরা হলো-
উচ্চারণ : আল্লাহুম্মা হাব্বিব ইলাইয়্যা ফিহিল ইহসান; ওয়া কাররিহ ইলাইয়্যা ফিহিল ফুসুক্বি ওয়াল ই’সইয়ান; ওয়া হাররিম আ’লাইয়্যা ফিহিস সাখাত্বা ওয়ান নিরানা বিআ’ওনিকা ইয়া গিয়াছাল মুসতাগিছিন।
অর্থ : হে আল্লাহ! এ দিনে সৎ কাজকে আমার কাছে প্রিয় করে দাও আর অন্যায় ও নাফরমানীকে অপছন্দনীয় কর। তোমার অনুগ্রহের ওসিলায় আমার জন্য তোমার ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দাও। হে আবেদনকারীদের আবেদন শ্রবণকারী।
পরিশেষে...
আল্লাহ তাআলা রমজানে মাসের রোজা পালনের পাশাপাশি তারাবিহ নামাজ পড়ে এবং মানুষকে ইফতার করানোর মাধ্যমে ক্ষমা লাভের চেষ্টা করা। সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দোয়া ও ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা লাভ করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/পিআর