রমজানের আজকের দোয়া


প্রকাশিত: ০৬:২৩ এএম, ১১ জুন ২০১৬

রহমতের দশকের পঞ্চম দিন অতিবাহিত হচ্ছে আজ (১১জুন) শনিবার। আল্লাহ তাআলার রহমত ও অনুকম্পায় ক্ষমা লাভের একটি দোয়া রোজা পালনকারীদের জন্য তুলে ধরা হলো-

Doa-Inner

উচ্চারণ : আল্লাহুম্মাঝআ’লনি ফিহি মিনাল মুসতাগফিরিন; ওয়াঝআ’লনি ফিহি মিন ই’বাদিকাস সালিহিনাল ক্বানিতিন; ওয়াঝআ’লনি ফিহি মিন আউলিয়াইকাল মুক্বাররাবিন; বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থ : হে আল্লাহ! এই দিনে আমাকে ক্ষমা প্রার্থনাকারীদের অন্তর্ভূক্ত করুন। আমাকে শামিল করুন আপনার সৎ ও অনুগত বান্দাদের কাতারে। হে আল্লাহ! মেহেরবানী করে আমাকে আপনার নৈকট্যলাভকারী বন্ধু হিসেবে গ্রহণ করুন। হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান।

পরিশেষে...
আল্লাহ তাআলা রমজানে মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইস্তিগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দারে মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।