তৃতীয় তারাবিহ : আজকের নামাজে যা পড়া হবে


প্রকাশিত: ০৯:২২ এএম, ০৮ জুন ২০১৬

আজ ০৮ জুন তৃতীয় রমজান। আজকের তারাবিতে সুরা আল-ইমরান ৯২ আয়াত থেকে শেষ পর্যন্ত এবং সুরা নিসার ০১ আয়াত থেকে ৮৭নং আয়াত পর্যন্ত পড়া হবে। অর্থাৎ চার নম্বর পাড়া এবং পাঁচ নম্বর পাড়ার অর্ধেক মোট দেড় পাড়া পড়া হবে। সংক্ষেপে এ আয়াতগুলোর আলোচ্য বিষয়ের সূচিপত্র তুলে ধরা হলো-

সুরা আল-ইমরান : আয়াত ৯২-২০০
>> দান-সাদকার ছাওয়াব;
>> হালাল ও হারামের ব্যাপারে তাওরাত ও কুরআনের নীতি;
>> সর্ব প্রথম কিবলা ও কাবার ইতিহাস, মর্যাদা ও ভূমিকা;
>> হজ ফরজ হওয়া প্রসঙ্গ;
>> নেতা নির্বাচনে বিধর্মীদের অনুসরণ
>> নেতৃত্বের গুণাবলী;
>> তাকওয়ার হক সম্পর্কিত বিষয়াবলী;
>> আল্লাহর রশির ব্যাখ্যা;
>> কালো চেহারা ও সাদা চেহারার পরিচয়;
>> বদর ও ওহুদ যুদ্ধ সম্পর্কিত আলোচনা;
>> ওহুদদের পটভূমি ও মুনাফিকদের বিশ্বাসঘাতকতা;
>> সুদের চারিত্রিক ও অর্থনৈতিক অনিষ্ট সম্পর্কিত প্রসঙ্গ;
>> গাযওয়ায়ে হামরাউল আসাদের ঘটনা;
>> ওহুদ যুদ্ধ পরবর্তী সময়ে গাযওয়ায়ে বদরে সুগরা প্রসঙ্গ;
>> ইসলামের শহীদরা মৃত নয় বরং জীবিত
>> আসমান ও জমিন সৃষ্টির উদ্দেশ্য;
>> ছবর সম্পর্কিত আলোচনা

সুরা নিসা (০১-৮৭)
প্রথম পর্ব : আয়াত ০১-১৪
>> ইয়াতিমদের বিবাহ করার হুকুম
>> বহু বিবাহ প্রসঙ্গ;
>> এক মহিলার একাধিক স্বামী গ্রহণ নিষিদ্ধ হওয়ার কারণ;
>> দাসিদের বিয়ে;
>> নারীর অধিকার;
>> ইয়াতিম মেয়েদের অধিকার সংরক্ষণ;
>> ইসলামের উত্তরাধিকার বণ্টনের বিধান ও মূলনীতি;

 দ্বিতীয় পর্ব : আয়াত ১৫-২৩
>> ব্যভিচার দমন ও সমকামিতার শাস্তি;
>> নারীর মর্যাদা প্রতিষ্ঠা;
>> দাম্পত্য সম্পর্কের মূলভিত্তি;
>> যাদেরকে বিয়ে করা হরাম;
>> আইন প্রণয়নের অধিকার;

তৃতীয় পর্ব : আয়াত ২৪-৩৫
>> পরিবার সমাজ ব্যবস্থার প্রথম বুনিয়াদ
>> যুদ্ধবন্দি নারীদের প্রসঙ্গ;
>> বিয়ের কিছু মূলনীতি;
>> জাহেলি সমাজের বিয়ে;
>> ক্রীতদাসিদের বিয়ে প্রসঙ্গ;
>> ইনসাফের ইসলামী দৃষ্টিভঙ্গি;
>> মুসলিম সমাজের অর্থনৈতিক লেনদেন;
>> বড় গোনাহ পরিহারে ছোট গোনাহ মাফের আশ্বাস;
>> ইসলামে নারী-পুরুষের অবস্থান;
>> নেককার স্ত্রীর গুণাবলী ও অবাধ্য স্ত্রীকে সংশোধনের পদ্ধতি;

চতুর্থ পর্ব : আয়াত ৩৬-৪৩
>> পারস্পরিক সদ্ব্যহার;
>> মদ পানের প্রতি নিষেধাজ্ঞা আরোপের প্রথম পর্যায়;
>> মাদক দ্রব্য হারাম হওয়ার চূড়ান্ত ঘোষণা;
>> অনাচার নির্মূলে কুরআনের নীতি;
>> তায়াম্মুমের বিধান;

পঞ্চম পর্ব : আয়াত ৪৪-৫৭
>> ইয়াহুদিদের গোমরাহী প্রসঙ্গ;
>> জিবত ও তাগুত প্রসঙ্গ;
>> সত্য মিথ্যার সংঘাত;
>> ইয়াহুদিদের জঘন্য চরিত্র;

ষষ্ঠ পর্ব : আয়াত ৫৮-৭০
>> ইজতিহাদ ও কিয়াসের প্রমাণ;
>> ন্যয় বিচারের মানদণ্ড ও প্রতিষ্ঠা;
>> মানুষের প্রকৃতি ও মুনাফিকের আচরণ;
>> ইসলামি বিধান বাস্তবায়নে রাষ্ট্র ক্ষমতার আবশ্যকতা;

সপ্তম পর্ব : আয়াত ৭১-৮৭
>> মানুষের শ্রেণি বিন্যাস;
>> কুরআনে সমরবিদ্যা;
>> ইসলমে জিহাদের গুরুত্ব, লক্ষ্য ও উদ্দেশ্য;
>> মানবীয় বোধ শক্তির সীমাবদ্ধতা;
>> সালাম বিনিময়ের গুরুত্ব;
>> আল্লাহ ও রাসুলের আনুগতরা নবি-সিদ্দিকের সঙ্গী হওয়ার মর্ম;

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন কারিম বুঝে পড়ার এবং আমল করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।