৪ আগস্ট হজ ফ্লাইট : ১ লাখ ১৭৫৮ জন হজে যাবেন


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৭ জুন ২০১৬

বাংলাদেশ থেকে হজ পালনে এ বছর বাইতুল্লাহ যিয়ারাতে যাবেন ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী। আগামী ৪ আগস্ট থেকে যৌথভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন শুরু করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও ৫ হাজার হজযাত্রী বাড়তে পারে বলেও তিনি জানান। তাছাড়া হজ পালন শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে।

আজ মঙ্গলবার (০৭ জুন) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।