দ্বিতীয় রমজান : আজকের তারাবিতে যা পড়া হবে


প্রকাশিত: ১২:২১ পিএম, ০৭ জুন ২০১৬

আজ (০৭ জুন) ইশার পর রমজানের দ্বিতীয় রোজার লক্ষ্যে অনুষ্ঠিত দ্বিতীয় খতমে কুরআন তারাবিতে  দেড় পাড়া তিলাওয়াত করা হবে। সে হিসেবে কুরআনুল কারিমের সুরা বাক্বারার ২০৪-থেকে শেষ পর্যন্ত এবং সুরা আল-ইমরানের শুরু থেকে ৯১ নং আয়াত পর্যন্ত পড়া হবে। সংক্ষেপে এ আয়াতগুলোর আলোচ্য বিষয়গুলো তুলে ধরা হলো-

সুরা বাক্বারা : আয়াত ২০৪-২৮৬ আয়াত পর্যন্ত এবং সুরা আল-ইমরানের ৯১ আয়াত পর্যন্ত আজকের আলোচনা-

প্রথম পর্ব : আয়াত ২০৪-২১৪
>> ইসলামি সমাজের চিত্র;
>> ইসলাম ও জাহেলিয়াতের মিশ্রণ;
>> প্রকৃত মুমিনের পরিচয়;
>> ইয়াহুদি জাতির ধ্বংসের কারণ;
>> কাফের এবং মুশরিকদের বিপরীতমুখী দৃষ্টিভঙ্গি;
>> মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধের মূলনীতি;
>> লোভ-লালসা ও বিভ্রান্তিতে জান্নাতের মিছে আশা।

দ্বিতীয় পর্ব : আয়াত ২১৫-২২০
>> দান-সাদকার অগ্রাধিকারপ্রাপ্ত খাত;
>> ইসলামের জিহাদের গুরুত্ব;
>> সম্মানিত মাসের বিশেষ বিধান ও তাৎপর্য;
>> মদ-জুয়া নিষিদ্ধে প্রথম কর্মসূচি;
>> দান-সাদকার পরিমাণ ও মাত্রা;
>> ইয়াতিমের সম্পদ ব্যয় নির্বাহ ও অধিকার সংরক্ষণ।

তৃতীয় পর্ব : আয়াত ২২১-২৪২
>> যৌন জীবন ও পারিবারিক জীবনের নীতিমালায় ইসলামে বিবাহের বিধান;
>> বিধর্মী ও মুশরিক নারী পুরুষকে বিবাহের বিধান (২২১); হায়েজের বিধান;
>> আল্লাহর নামে শপথের ব্যাপারে সতর্কতা অবলম্বন;
>> ইলা’র বিধান;
>> তালাকের বিধান ও মোহর প্রসঙ্গ;
>> হিল্লা বিয়ের বিধান;
>> সন্তানদের স্তন্যদানের বিধান;
>> বিধবা নারীর ইদ্দতকাল ও বিধবা নারীর প্রতি ইসলামের উদারতা ;
>> বিধবা ও তালাকপ্রাপ্ত নারীর অধিকার সংরক্ষণ।

চতুর্থ পর্ব : আয়াত ২৪৩-২৫৮
>> মানসিকতার দৃষ্টিভঙ্গির পরিবর্তন;
>> ইয়াহুদিদের চরম হঠকারিতা;
>> আল্লাহর পথে জিহাদ ও দূরদর্শী নেতৃত্বের সুফল;
>> জালেমকে দিয়ে জালেমদের দমন;
>> রিসালাত ও নবুয়তে নবীগণের মধ্যে পারস্পরিক মর্যাদার তারতম্য;
>> আয়াতুল কুরসির ফজিলত;
>> তাগুত বর্জন ঈমানের পূর্বশর্ত;
>> ইসলামে জিহাদ ও তার কারণ;
>> ইসলামে ব্যক্তি স্বাধীনতা।

পঞ্চম পর্ব : ২৫৯-২৮৬
>> হজরত উযাইর আলাইহিস সালাম সম্পর্কিত আলোচনা;
>> উশরি ভূমির বিধান;
>> মানতের বিধান;
>> সুদের আলোচনা;
>> ব্যবসা ও সুদের নীতিগত পার্থক্য;
>> সুদের অর্থনৈতিক ক্ষতি;
>> সুদের শাস্তি;
>> লেনদেন ও চুক্তি সংক্রান্ত বিধিবিধান;
>> ইসলামের সাক্ষ্য আইন;
>> মেয়াদি ঋণ সংক্রান্ত নীতিমালা;
>> বন্ধকীঋণ সংক্রান্ত নীতিমালা;
>> ঈমানের সঠিক রূপ-রেখার আলোচনা।

সুরা আল-ইমরান আয়াত ১-৯১
ষষ্ঠ পর্ব : আয়াত ১-৩২
>> পৌত্তলিকতা, খ্রিস্টবাদ ও আল্লাহর একত্ববাদের আলোচনা;
>> তাওরাত ও ইঞ্জিলের ঐতিহাসিক পটভূমি;
>> সকল রিসালাতের উৎস এক ও অভিন্ন;
>> মুহকামাত ও মুতাশাবিহাতের আয়াতের আলোচনা;
>> মুমিনের গুণাবলী ও তাঁদের প্রতি আল্লাহর সাহায্য;
>> ইসলামের সামগ্রিক আলোচনা;
>> আমল ধ্বংস হওয়ার কারণ;
>> আল্লাহ তাআলার সার্বভৌম ক্ষমতা;
>> বিধর্মীদের সঙ্গে বন্ধুত্বের ব্যাপারে কঠোর নির্দেশ।

সপ্তম পর্ব : আয়াত ৩২-৬৪
>> বিবি মরিয়মের জন্ম বৃত্তান্ত, লালন-পালন, ইবাদাত-বন্দেগি, মর্যাদা ও শ্রেষ্ঠত্ব;
>> হজরত ইসা আলাইহিস সালামের জন্ম, প্রেক্ষাপট, মুযিজা, নবুয়তি মিশন;
>> ইসা আলাইহিস সালামকে হত্যায় ইয়াহুদিদের ষড়যন্ত;
>> মুবাহালার পটভূমি।

অষ্টম পর্ব : আয়াত ৬৫-৯১
>> হজরত ইবরাহিম আলাইহিস সালামের জাতি ও মুসলিম ঐক্য;
>> মুসলমানদের ছদ্মাবরণে ইয়াহুদি-খ্রিস্টানদের ষড়যন্ত্র;
>> নৈতিকতার মানদণ্ডে ইয়াহুদি-খ্রিস্টানদের অবস্থান;
>> আল্লাহর সঙ্গে নবিদের ওয়াদা;
>> মুরতাদের তাওবা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন কারিম বুঝে পড়ার এবং আমল করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।