ইফতারে যে দোয়া পড়বেন


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ০৭ জুন ২০১৬

সুর্যাস্তের সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ইফতার করা সুন্নাত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাড়িতাড়ি ইফতার করতে তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, মানুষ যতদিন তাড়াতাড়ি ইফতার করবে ততদিন কল্যাণ লাভ করবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানে ইফতার করার সময় এ দোয়া পড়তেন। যা তুলে ধরা হলো-

হজরত মুয়াজ ইবনে যুহরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করতেন, তখন এ দোয়া পাঠ করতেন-

Doa-Ifter

উচ্চারণ : ‘আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।’
অর্থাৎ ‘হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক দ্বারা ইফতার করছি।’ (আবু দাউদ মুরসাল, মিশকাত)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ দোয়া পাঠ করে ইফতার করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।