রমজান উপলক্ষ্যে ইসলামি বইমেলা


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ০৭ জুন ২০১৬

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিবছরের ন্যায় এবারো মাসব্যাপী ইসলামি বই মেলার আয়োজন করেছে। এ মেলা (০৬ জুন) থেকে শুরু হয়েছে। রমজান মাসজুড়ে এ মেলা চলবে।

মাননীয় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান গতকাল বিকেলে এ মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বায়তুল মোকররামে অনুষ্ঠিত এ মেলায় ৬১টি স্টল অংশ গ্রহণ করেছে। মেলা উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রকাশনী থেকে কমিশন ও সাশ্রয়ীমূল্যে বই কেনা সুযোগ রয়েছে।

এ মেলায় কুরআনের অনুবাদ, তাফসির, হাদিস ও রমজান বিষয়ক গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর অসংখ্য মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ মেলায় স্থান পেয়েছে।

এমএমএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।