জেনে নিন রোজা কী ও কাদের ওপর ফরজ?


প্রকাশিত: ১১:১৯ এএম, ০৫ জুন ২০১৬

রমজানের রোজা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য মহা অনুগ্রহ। বান্দা রহমত বরকত ও মাগফিরাতের মাধ্যমে এ অনুগ্রহ লাভ করে থাকেন। তাহলে এ রোজা কী? এর হুকুম কি? রোজা কাদের ওপর ফরজ? তা জানা অত্যন্ত জরুরি। সংক্ষেপে তা তুলে ধরা হলো-

রোজা-
আরবি সাওম বা রোজার অর্থ হলো- বিরত রাখা, আবদ্ধ রাখা। পরিভাষায় নিয়তের সাথে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সব ধরনের পানাহার বর্জন এবং জৈবিক চাহিদা (স্ত্রী সহবাস) পূরণ করা থেকে বিরত থাকাই রোজা।

হুকুম-
রমজান মাসের রোজার হুকুম হলো, ফরজ। যা দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা বান্দার ওপর ফরজ করেছেন।

রোজা যাদের ওপর ফরজ-
প্রাপ্ত বয়স্ক, সুস্থ বিবেক বুদ্ধিসম্পন্ন, (মুকিম) স্থায়ী বসবাসকারী নারী ও পুরুষের ওপর রমজানের রোজা রাখা ফরজ।

দলিল স্বরূপ আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল  তোমাদের পূর্ববর্তীদের ওপর। যেন তোমরা আল্লাহভীতি অর্জন করতে পারো। (সুরা বাক্বারা : আয়াত ১৮৩)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সুস্থ-বিবেকবান, প্রাপ্ত বয়স্ক, স্থায়ী অধিবাসীদেরকে রমজান রোজা পালন করে তাঁর নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।