মানুষকে সহযোগিতা করার ফজিলত


প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৩ মে ২০১৬

আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেন, তোমরা কল্যাণময় কাজ করো; আশা করা যায় তোমরা সফলকাম হবে। এ আয়াতে কল্যাণময় কাজ বলতে এক মুসলমান অপর মুসলমানকে দুনিয়া ও পরকালের সকল ধরনের সহযোগিতা করাকে বুঝিয়েছেন। যা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। হাদিসে এসেছে-

Hadith-Inner

হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সে না তার ওপর জুলুম করতে পারে আর না তাকে শত্রুর হাতে সোপর্দ করতে পারে। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে উদ্যোগী হয়, আল্লাহ তাআলার তার প্রয়োজন পূরণ করে দেন।

যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্ট বা বিপদ দূর করে দেয়; আল্লাহ (এর বিনিময়ে) কিয়ামাতের দিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দিবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখে; কিয়ামাতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন। (বুখারি, মুসলিম, রিয়াদুস সালেহিন)

সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসার তাওফিক দান করুন। পরকালের জীবনে আল্লাহ তাআলার সহযোগিতা লাভ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।