চলে গেলেন সিলেটের প্রখ্যাত আলেম শাইখুল হাদিস মুকাদ্দাস আলী

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৮ জানুয়ারি ২০২৫
শাইখুল হাদিস মুকাদ্দাস আলী

সিলেটের প্রখ্যাত আলেম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র উপদেষ্টা আল্লামা মুকাদ্দাস আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের জকিগঞ্জে নিজের বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯২ বছর।

আজ বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় জকিগঞ্জ উপজেলার সোনাসার বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সিলেটে ‘বারগাত্তার হুজুর’ নামে প্রসিদ্ধ শায়খুল হাদিস মুকাদ্দাস আলী ১৯৩৩ সালে ভারত সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর ১৯৬০ সালে নিজ জন্মস্থান জকিগঞ্জ উপজেলার মুনশিবাজার মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত এই শায়খুল হাদিস দীর্ঘ ৬৬ বছর ধরে সহিহ বুখারির দরস দিয়ে আসছিলেন।

নিজের এলাকা সিলেটের জকিগঞ্জের মানুষের কাছে ‘মাটিয়া ফেরেশতা’ নামেও প্রসিদ্ধ ছিলেন শায়খুল হাদিস মুকাদ্দাস আলী। ইলমে হাদিসে অগাধ পাণ্ডিত্যের অধিকারী এই আলেম খুবই সাদাসিধে জীবনযাপন করতেন, ছিলেন অত্যন্ত বিনয়ী। জকিগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন।

শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানির (রহ.) অন্যতম খলিফা কায়েদে উলামা হজরত আবদুল করীম শায়খে কৌড়িয়ার (রহ.) অন্যতম খলিফা ছিলেন তিনি। প্রতিবছর রমজানের শেষ দশকে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন জকিগঞ্জ ছুটে আসতো তার সাহচর্যে থেকে এতেকাফ করার জন্য।

ওএফএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।