লাশ কফিনে রেখে দাফন করা যাবে কি?
ইসলামে লাশ দাফনের নিয়ম হলো কাফন পরিহিত অবস্থায় লাশ সরাসরি মাটিতে রাখা। নবিজি (সা.) এভাবেই লাশ দাফন করতে শিখিয়েছেন। নবিজি (সা.) ও তার পরে সাহাবায়ে কেরাম এভাবেই লাশ দাফন করতেন। লাশ কফিন বা কাঠের বাক্সে ঢুকিয়ে দাফন করার প্রচলন তাদের মধ্যে ছিল না। তাই বিশেষ কোনো ওজর বা অসুবিধা না থাকলে লাশ কফিন বা কাঠের বাক্সে রেখে দাফন করা শরিয়ত সম্মত নয়।
তবে বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন দেখা দিলে লাশ কাঠের বাক্সে রেখে দাফন করা যেতে পারে। যেমন লাশ যদি পুড়ে বা গলে যায় আর তা স্বাভাবিকভাবে বহন করা ও দাফন করা না যায়, তাহলে কাঠের বাক্সে রাখা অবস্থায় ওই লাশ দাফন করা যাবে। একইভাবে কাঠের বাক্সে ঢুকিয়ে দাফন করা না হলে লাশ যদি বন্যায় ভেসে যাওয়া বা হিংস্র পশুর আক্রমণের শিকার হওয়ার আশংকা থাকে, তাহলেও লাশ কাঠের বাক্সে রেখে দাফন করা যেতে পারে।
কবরে মাটি দেওয়ার মুস্তাহাব পদ্ধতি
মৃত ব্যক্তিকে কবরে শোওয়ানোর পর উপস্থিত ব্যক্তিদের জন্য মৃত ব্যক্তির মাথার দিক থেকে উভয় হাত দিয়ে তিনবার মাটি দেওয়া মুস্তাহাব। আবু হুরায়রা (রা.) বলেন,
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى جِنَازَةٍ، ثُمَّ أَتَى قَبْرَ الْمَيِّتِ، فَحَثَى عَلَيْهِ مِنْ قِبَلِ رَأْسِهِ ثَلَاثًا.
আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এক জানাজার নামায আদায় করেন। এরপর মৃতের কবরের কাছে আসেন এবং তার মাথার দিকে তিনবার মাটি দেন। (সুনানে ইবনে মাজাহ: ১৫৬৫)
দাফনে অংশগ্রহণ ফজিলতপূর্ণ কাজ
জানাজার নামাজ পড়া ও জানাজার সাথে গিয়ে মৃত ব্যক্তির দাফনের কাজে অংশগ্রহণ করা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ, হাদিসে এই দুটি আমলের অপরিসীম সওয়াবের কথা বর্ণিত হয়েছে। রাসুল (সা.) বলেন,
مَنْ شَهِدَ الْجَنَازَةَ حَتَّى يُصَلِّيَ عَلَيْهَا فَلَهُ قِيرَاطٌ، وَمَنْ شَهِدَ حَتَّى تُدْفَنَ كَانَ لَهُ قِيرَاطَانِ. قِيلَ وَمَا الْقِيرَاطَانِ قَالَ مِثْلُ الْجَبَلَيْنِ الْعَظِيمَيْنِ.
যে ব্যাক্তি কোনো জানাজার নামাজ হয়ে যাওয়া পর্যন্ত মৃতের সাথে উপস্থিত থাকবে, সে এক ‘কিরাত’ পরিমাণ সওয়াব পাবে, আর যে ব্যাক্তি মৃতের দাফন হয়ে যাওয়া পর্যন্ত উপস্থিত থাকবে, সে দুই ‘কিরাত’ সওয়াব পাবে। কেউ জিজ্ঞাসা করল, দুই কিরাতের পরিমাণ কতটুকু? তিনি বললেন, দুটি বিশাল পর্বতের সমান। (সহিহ বুখারি: ১৩২৫)
আরেকটি হাদিসে এসেছে, মুমিনের ওপর অপর মুমিনের পাঁচটি হকের একটি হলো মারা গেলে তার দাফনে অংশগ্রহণ করা। রাসুল (সা.) বলেন,
حَقُّ المُسْلِمِ عَلَى المُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلاَمِ، وَعِيَادَةُ المَرِيضِ، وَاتِّبَاعُ الجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ العَاطِسِ
এক মুসলিমের ওপর অপর মুসলিমের হক পাঁচটি: সালামের জবাব দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, তার জানাজার সঙ্গে যাওয়া, দাওয়াত কবুল করা এবং তার হাঁচির জবাব দেওয়া। (সহিহ বুখারি: ১২৪০, সহিহ মুসলিম: ২১৬২)
ওএফএফ/জিকেএস