একটি হাদিস বদলে দিয়েছিল দুর্বৃত্তের জীবন

ওমর ফারুক ফেরদৌস
ওমর ফারুক ফেরদৌস ওমর ফারুক ফেরদৌস , আলেম ও লেখক
প্রকাশিত: ০৫:২০ পিএম, ০২ জানুয়ারি ২০২৫
একটি হাদিস শুনে বদলে গিয়ে পরে হয়েছিলেন প্রখ্যাত আলেম

 

আবদুল্লাহ ইবনে মাসলামা আল কা’নাবি (রহ.) ইমাম মালেকের (রহ.) প্রসিদ্ধ ছাত্রদের অন্যতম, হাদিস বর্ণনাকারী ও ফকিহ। তার জন্ম হিজরি ১৩০ সালের কিছু পরে। তার জন্ম মদিনায় হলেও তিনি বসরায় বসবাস করতেন। তরুণ বয়সে তিনি উচ্ছৃঙ্খল ও দুর্বৃত্ত প্রকৃতির মানুষ ছিলেন। বন্ধুদের সাথে দিনমান নানা রকম অনাচার করে বেড়াতেন। মদপানেও অভ্যস্ত ছিলেন।

একদিন তিনি তার বন্ধুদের দাওয়াত করে তাদের অপেক্ষা করছিলেন পথের ধারে বসে। এমন সময় ওই পথ ধরে গাধায় চড়ে যাচ্ছিলেন ওই ‍যুগের একজন বিখ্যাত মুহাদ্দিস ইমাম শু'বা ইবনে হাজ্জাজ (রহ.)। তার আশপাশে ছিল ভক্ত ও অনুরাগীদের ভিড়। আবদুল্লাহ জিজ্ঞাসা করলেন, এ লোকটি কে? লোকেরা বলল, তিনি শু'বা। তিনি বললেন, কে এই শু'বা? লোকেরা বলল, তিনি একজন মুহাদ্দিস বা হাদিসবিশারদ।

আবদুল্লাহ আল কা’নাবি তার উচ্ছৃঙ্খল বেশভূষা নিয়ে ইমাম শু'বার (রহ.) দিকে এগিয়ে গেলেন। উদ্ধত ভঙ্গিতে তাকে বললেন, আমাকে একটি হাদিস শোনান। শু'বা (রহ.) বললেন, তুমি এখন হাদিস শোনার মতো অবস্থায় নেই। এ কথা শুনে আবদুল্লাহ আল-কা’নাবি ছুরি বের করে বললেন, আমাকে হাদিস শোনান, নয়তো আমি আপনাকে আঘাত করবো।

এই পরিস্থিতি দেখে শু'বা (রহ.) বললেন, মনসুর রিবঈ থেকে আবু মাসউদ (রা.) থেকে আমার কাছে বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

إِذَا لَمْ تَسْتَحِ فَاصْنَعْ مَا شِئْتَ.

অর্থাৎ যদি তোমার লজ্জা না থাকে, তবে যা খুশি তাই করতে পারো।

এই হাদিস শুনে আবদুল্লাহ আল কা’নাবি হতভম্ব হয়ে গেলেন। তার হাত থেকে ছুরি পড়ে গেলো। তিনি নিজের ঘরে ফিরে গেলেন। তারপর তিনি তার বাড়িতে থাকা সব মদ নষ্ট করে ফেললেন। মাকে বললেন, আমার বন্ধুরা যখন আসবে, তাদের ঘরে বসিয়ে খাবার দেবেন। তারা খাবার খাওয়া শেষ করলে তাদের জানিয়ে দেবেন যে আমি আমার সব মদ ধ্বংস করেছি।

এরপর তিনি মদিনার পথে যাত্রা করেন। মদিনায় গিয়ে ইমাম মালেক ইবন আনাসের (রহ.) ছাত্রত্ব গ্রহণ করেন। তিনি ইমাম মালেকের সান্নিধ্যে ৩০ বছর কাটান; তার থেকে হাদিস শোনেন ও ফিকহ শেখেন।

এক সময়ের দুর্বৃত্ত ও উচ্ছৃঙ্খল আব্দুল্লাহ এক পর্যায়ে ইমাম মালেকের (রহ.) বিখ্যাত গ্রন্থ আল-মুয়াত্তার সবচেয়ে নির্ভরযোগ্য বর্ণনাকারী হয়ে ওঠেন। ইবনে আবি হাতেম (রহ.) বলেন, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, আল-মুয়াত্তার বর্ণনাকারী হিসেবে আপনার কাছে আবদুল্লাহ আল-কা’নাবি প্রিয়, নাকি ইসমাইল ইবন আবি উওয়াইস? তিনি বললেন, অবশ্যই আল-কা’নাবি। আমি তার চেয়ে বেশি খোদাভীরু আর কাউকে দেখিনি।

মদিনায় সুদীর্ঘকাল থেকে আব্দুল্লাহ আল কা’নাবি বসরায় ফিরে গিয়েছিলেন। ততদিনে ইমাম শু'বা (রহ.) মৃত্যুবরণ করেছেন। তিনি তার কাছ থেকে আর কোনো হাদিস শোনার সুযোগ পাননি। শু'বার (রহ.) কাছে তিনি একটি হাদিসই শুনেছিলেন যা তার জীবন বদলে দিয়েছিল। (সিয়ারু আ’লামিন নুবালা: ১০/২৫৯)

এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা চাইলে একটি মাত্র উত্তম কথা, একটি মাত্র আয়াত বা হাদিসও মানুষের জীবন বদলে দিতে পারে। আর সঠিকভাবে তওবা করতে পারলে, নিজেকে পরিশুদ্ধ করতে পারলে জীবনের এক পর্যায়ে দুর্বৃত্তের জীবন-যাপন করা কোনো ব্যক্তিও আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। তাই কাউকে উপদেশ দেওয়া বা নসিহত করার সুযোগ পেলে তা হাতছাড়া করা উচিত নয়। গুনাহ যত বেশি হোক, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়।

ওএফএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।