ইসলামি বইমেলায় লেখক হয়ে ওঠার গল্প শোনালেন আলেম লেখকরা

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ০১ নভেম্বর ২০২৪
ইসলামি বইমেলায় ‘লেখক হওয়ার গল্প শুনি’ অনুষ্ঠান

ইসলামি বইমেলায় ইসলামি লেখক ফোরাম আয়োজিত ‘লেখক হওয়ার গল্প শুনি’ অনুষ্ঠানে নিজেদের লেখক হওয়ার গল্প বলেছেন ইসলাম বিষয়ক লেখার জন্য জনপ্রিয় কয়েকজন আলেম লেখক।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৪ টায় বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আয়োজনে বায়তুল মোকররম পূর্ব চত্বর ইসলামি বইমেলার মূল মঞ্চে এ অনুষ্ঠান হয়।

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবালের সঞ্চালনায় সভাপতি মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নিজেদের লেখক হওয়ার জার্নি তুলে ধরেন মুহাম্মদ যাইনুল আবিদীন, জুবাইর আহমদ আশরাফ, আবুল হাসান শামসাবাদী, জহির উদ্দিন বাবর, মাসউদুল কাদির প্রমুখ।

লেখকদের গল্পে উঠে এসেছে কীভাবে তারা বেড়ে উঠলেন, কীভাবে লিখতে শুরু করলেন, কাদের লেখা বেশি পড়েছেন, লেখালেখির কৌশল ইত্যাদি বিষয়।

‌ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গত ২২ অক্টোবর থেকে শুরু হওয়া ইসলামি বইমেলা চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব গেইটে আয়োজিত এ মেলায় অংশগ্রহণ করেছে ৮৫টি ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান, স্টল রয়েছে ১৫১টি।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এবারের ইসলামি বইমেলা হচ্ছে আগের তুলনায় বেশ বড় পরিসরে। মেলাকে উৎসবমুখর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। থাকছে লেখক কর্নার, শিশু কর্নার, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা, ঘোষণা মঞ্চ, তথ্যকেন্দ্রসহ নানা আয়োজন। এ ছাড়া সিরাত, ফিলিস্তিন, জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং জ্ঞানভিত্তিক কর্মশালার আয়োজনও থাকছে।

ওএফএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।