জাকাতের অর্থ ওয়াজ মাহফিল আয়োজনে ব্যয় করা যাবে?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪
ওয়াজ মাহফিল আয়োজন ফজিলতপূর্ণ কাজ

জাকাতের অর্থ ওয়াজ মাহফিল, দ্বীনি সেমিনার ও কনফারেন্সের আয়োজনে ব্যয় করা যাবে না। জাকাতের অর্থ এরকম কাজে ব্যয় করলে জাকাত আদায় হবে না। ওই পরিমাণ অর্থ জাকাতের নির্দিষ্ট খাতে দান করতে হবে।

ইসলামে জাকাত দেওয়ার কিছু নির্দিষ্ট খাত আছে। যে কোনো নেক কাজে খরচ করলে জাকাত আদায় হয় না। জাকাত ব্যয়ের খাতগুলো বর্ণনা করে আল্লাহ বলেন,

اِنَّمَا الصَّدَقٰتُ لِلۡفُقَرَآءِ وَ الۡمَسٰکِیۡنِ وَ الۡعٰمِلِیۡنَ عَلَیۡهَا وَ الۡمُؤَلَّفَۃِ قُلُوۡبُهُمۡ وَ فِی الرِّقَابِ وَ الۡغٰرِمِیۡنَ وَ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ وَ ابۡنِ السَّبِیۡلِ فَرِیۡضَۃً مِّنَ اللّٰهِ وَ اللّٰهُ عَلِیۡمٌ حَکِیۡمٌ

নিশ্চয় সদকা হচ্ছে দরিদ্র ও অভাবীদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য; তা বণ্টন করা যায় দাস আজাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। (সুরা তওবা: ৬০)

ওয়াজ মাহফিল বা যে কোনো ধরনের দ্বীনি আলোচনার আয়োজন আয়াতে উল্লিখিত খাতসমূহের মধ্যে পড়ে না। জাকাত আদায় হওয়ার জন্য আয়াতে উল্লেখিত দরিদ্র, অভাবী বা ঋণগ্রস্ত কোনো ব্যক্তিকে জাকাতের অর্থ দান করতে হবে।

উল্লেখ্য, মসজিদ নির্মাণ বা ব্যবস্থাপনার কাজেও জাকাতের অর্থ ব্যয় করা যায় না। এসব কাজের জন্য পৃথকভাবে দান সংগ্রহ করতে হবে।

ওএফএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।