শায়খে চাক্তা মাওলানা আব্দুল খালিকের ইন্তেকাল

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৪
মাওলানা আব্দুল খালিক

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক (শায়খে চাক্তা) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৫০ মিনিটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

মাওলানা আব্দুল খালিক (শায়খে চাক্তা) ছিলেন ভারতের প্রখ্যাত আলেম আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আসআদ মাদানীর (রহ.) খলিফা। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি।

আজ বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় লাফনাউট মাদরাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর তার অসিয়ত অনুযায়ী দীর্ঘদিনের কর্মস্থল দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদরাসার কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

ওএফএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।