নদীভাঙনের মুখে পড়লে কি কবর স্থানান্তর করা যাবে?
কবরে লাশ দাফন করার পর সাধারণ অবস্থায় কবর স্থানান্তর করা অর্থাৎ কবর থেকে লাশ বের করে অন্য জায়গায় নেওয়া নাজায়েজ। তবে কোনো ক্ষেত্রে যদি বিশেষ প্রয়োজন দেখা দেয়, তাহলে কবর স্থানান্তর করা যায়।
কোনো কবরস্থান যদি নদী ভাঙনের মুখে পড়ে এবং কবরগুলো নদীতে তলিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়, তাহলে কবর স্থানান্তর করা অর্থাৎ কবরগুলোর লাশ বা লাশের অংশ বের করে অন্যত্র দাফন করা জায়েজ হবে।
মসজিদ সম্প্রসারণের জন্য কবর স্থানান্তরের বিধান
সাধারণ অবস্থায় কবরের ওপর মসজিদ বা ঘরবাড়ি বানানো নিষিদ্ধ। হাদিসে কবরের ওপর বসতে আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
لأن يجلِسَ أحدُكم على جَمرةٍ فتحرِقَ ثيابَه، حتَّى تخلُصَ إلى جلدِه، خيرٌ لَهُ من أن يجلِسَ على قبرٍ
তোমাদের কেউ যদি আগুনের ফুলকির উপর বসে এবং তাতে তার পরিধেয় বস্ত্র পুড়ে গিয়ে ওই আগুন তার শরীরের চামড়া পর্যন্ত পৌঁছে যায় এটা তার জন্য কবরের উপর বসার চেয়ে উত্তম। (সহিহ মুসলিম)
মসজিদ সম্প্রসারণের বিশেষ প্রয়োজন দেখা দিলে সেজন্য কবর স্থানান্তর করে মসজিদ সম্প্রসারণ করা যেতে পারে।
আর কবর যদি অনেক পুরনো হয়, কবরস্থ ব্যক্তিদের লাশ মাটির সাথে মিশে গিয়ে থাকে, তাহলে কবর সমান করে তার ওপর মসজিদ ও ঘরবাড়ি নির্মাণ করা জায়েজ হবে।
ওএফএফ/এএসএম