কনের পিরিয়ড চলাকালীন বিয়ে পড়ানো যায়?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৫ জুলাই ২০২৪

বিয়ের আকদ হওয়ার জন্য কনের পবিত্র অবস্থায় থাকা, হায়েজ বা নেফাস মুক্ত থাকা জরুরি নয়। কনের পিরিয়ডের মধ্যেও বিয়ে পড়ানো পড়ানো যায়। এ অবস্থায় বিয়ের পর বরের সাথে দেখা-সাক্ষাত ও একত্রে অবস্থান জায়েজ। কিন্তু পবিত্র হওয়া পর্যন্ত কনে ও বরের শারীরিক সম্পর্ক নাজায়েজ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন,

وَ یَسۡـَٔلُوۡنَكَ عَنِ الۡمَحِیۡضِ قُلۡ هُوَ اَذًی فَاعۡتَزِلُوا النِّسَآءَ فِی الۡمَحِیۡضِ وَ لَا تَقۡرَبُوۡهُنَّ حَتّٰی یَطۡهُرۡنَ فَاِذَا تَطَهَّرۡنَ فَاۡتُوۡهُنَّ مِنۡ حَیۡثُ اَمَرَكُمُ اللّٰهُ اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیۡنَ وَ یُحِبُّ الۡمُتَطَهِّرِیۡنَ
তারা তোমাকে মাসিক সম্পর্কে প্রশ্ন করে। বল, তা কষ্ট। সুতরাং তোমরা মাসিক অবস্থায় স্ত্রীদের থেকে দূরে থাক এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না। যখন তারা পবিত্র হবে তখন তাদের সাথে মিলিত হও যেভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালবাসেন এবং ভালবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের। (সুরা বাকারা: ২২২)

যেহেতু বিয়ের পর নতুন বর-কনে পরস্পরের প্রতি বেশি আগ্রহী থাকে এবং এ সময় বিয়ে হলে নিষিদ্ধ সময়ে শারীরিক সম্পর্কে মত গুনাহের কাজ সংঘটিত হওয়ার আশংকা থাকে, তাই জরুরি না হলেও অভিভাবকদের উচিত কনের মাসিকের স্বভাবিক সময় সম্পর্কে অবগত হয়ে তার পবিত্র অবস্থায় যেন বিয়ে হয় সেভাবে তারিখ নির্ধারণ করা। এরপরও দুর্ঘটনাবশত ওই সময় মাসিক শুরু হয়ে গেলে সমস্যা নেই।

উল্লেখ্য যে, বিয়ের আকদের মজলিসে কনে বা পাত্রীর উপস্থিত থাকা জরুরি নয়। কনের পক্ষ থেকে অভিভাবক বা অন্য কেউ তার অনুমতি নিয়ে আসা যথেষ্ট। তবে বিয়ের আগে প্রাপ্তবয়স্ক কনের অনুমতি নেওয়া জরুরি। মেয়ের সম্মতি ছাড়া বিয়ে শুদ্ধ হয় না। সহিহ বুখারি ও সহিহ মুসলিমে সংকলিত একটি বর্ণনায় এসেছে,

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏‏لاَ تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ وَلاَ تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ إِذْنُهَا قَالَ ‏أَنْ تَسْكُتَ

রাসুল (সা.) বলেছেন, কোন বিধবা নারীকে তার স্পষ্ট সম্মতি বা নির্দেশনা ছাড়া বিয়ে দেয়া যাবে না এবং কুমারী নারীকে তার অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না। সাহাবিরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! কীভাবে অনুমতি নেবো? রাসুল (সা.) বললেন, তার চুপ থাকাটাই অনুমতি গন্য হবে। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

ওএফএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।