গোসল ফরজ অবস্থায় মৃত ব্যক্তিকে যেভাবে গোসল করাতে হবে

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৮ মে ২০২৪

অনেকে মনে করেন, কেউ গোসল ফরজ থাকা অবস্থায় মারা গেলে তাকে গোসল করানোর কোনো আলাদা নিয়ম আছে, তাকে দুবার গোসল করাতে হবে ইত্যাদি। মূলত ইসলামি শরিয়তে গোসল ফরজ অবস্থায় মৃত ব্যক্তির গোসলের কোনো আলাদা পদ্ধতি নেই। অন্য মৃত ব্যক্তিদের যেভাবে গোসল করানো সুন্নত, গোসল ফরজ অবস্থায় মৃত ব্যক্তিকেও সেভাবে একবার গোসল করাতে হবে। আতা (রহ.) বলেন,

إذَا مَاتَ الْجُنُبُ وَالْحَائِضُ يُصْنَعُ بِهِمَا مَا يُصْنَعُ بِغَيْرِهِمَا.

গোসল ফরয অবস্থায় কেউ মারা গেলে বা ঋতুমতী নারী মারা গেলে (গোসলের ক্ষেত্রে) তাদের বিধান অন্যান্য মৃতের মতোই (অর্থাৎ তাদেরকে একবারই গোসল দিতে হবে)। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১১১২৬)

যেসব কারণে গোসল ফরজ হয়

১. পুরুষ অথবা নারী ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় যে কোনো কারণে বীর্যপাত হলে গোসল ফরজ হয়।

২. স্বামী স্ত্রী শারীরিকভাবে মিলিত হলে গোসল ফরজ হয়। মিলন প্রাথমিক অবস্থায় থাকলেও বা বির্যপাত না হলেও গোসল ফরজ হয়ে যায়।

৩. নারীদের হায়েজ বা নেফাস শেষ হয়ে গেলে তার ওপর গোসল ফরজ হয়।

৪. কারো মৃত্যু হওয়ার পর তাকে গোসল করানো ফরজ।

৫. নতুন মুসলিমের জন্য গোসল করা ফরজ। কেউ নতুন মুসলমান হলে কোনো ইবাদত করার আগে তাকে গোসল করে নিতে হবে।

ওএফএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।