হজ-ওমরাহর সময় সুগন্ধিযুক্ত খাবার খাওয়া যাবে কি?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ০৬ মে ২০২৪

হজ-ওমরাহর ইহরাম বাধার পর শরীর বা পোশাকে সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ। ইহরাম অবস্থায় সুগন্ধিযুক্ত তেল লাগানো, সুগন্ধি সাবান, পাউডার, স্নো, ক্রিম ইত্যাদি ব্যবহার করাও নিষিদ্ধ।

ইহরাম অবস্থায় ইচ্ছাকৃতভাবে আতর, ফল বা ফুলের ঘ্রাণ নেওয়াও মাকরুহ। যদিও ইহরাম অবস্থায় কেউ আতর বা অন্য কিছুর ঘ্রাণ নিলে কোনো ধরনের জরিমানা ওয়াজিব হয় না।

জাবের (রা.) থেকে বর্ণিত রয়েছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ইহরাম অবস্থায় কি ফুল ও সুগন্ধির ঘ্রাণ নেওয়া যাবে কি না, তিনি উত্তরে বলেছেন, না, যাবে না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১৪৮২৮) নাফে (রহ.) আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণনা করেছেন তিনি ইহরাম অবস্থায় ফুলের ঘ্রাণ নেওয়া অপছন্দনীয় মনে করতেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১৪৮২৭)

ইহরাম অবস্থায় সুগন্ধির জন্য খাওয়া হয়, খাওয়ার পর সুগন্ধি বাকি থাকে এমন তীব্র সুগন্ধিযুক্ত খাবার যেমন সুগন্ধি জর্দা, জাফরান ইত্যাদি খাবার খাওয়াও নিষিদ্ধ। কিন্তু সুঘ্রাণ ছড়ায় এমন যে কোনো খাবার খাওয়া নিষিদ্ধ নয়। সুঘ্রাণ ছড়ায় এমন বিরিয়ানি, পোলাও ইত্যাদি খাওয়া যেতে পারে। এসব খাবার খেলে হজ বা ওমরাহর ক্ষতি হবে না। তবে এসব খাবার রান্নার পর তাতে পৃথকভাবে সুগন্ধি যোগ করা থেকে বিরত থাকতে হবে।

ওএফএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।