মোবাইল ব্যালেন্সে থাকা অর্থের জাকাত দিতে হবে কি?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৮:১২ এএম, ২৩ মার্চ ২০২৪

মোবাইল ব্যালেন্সে যে অর্থ থাকে, তাকে নগদ অর্থ গণ্য করা হয় না। কারণ সেটা দিয়ে শুধু মোবাইলে কথা বলা যায়, অন্য কাজে ব্যবহার করা যায় না। ওই অর্থ মূলত নির্দিষ্ট কোম্পানির টেলিযোগাযোগ সেবার পরিমাণ যা কিনে ফেলা হয়েছে। তাই এই অর্থের ব্যাপারে প্রয়োজনীয় আসবাবপত্রের বিধান প্রযোজ্য হবে। প্রয়োজনীয় অন্য আসবাবপত্রের যেমন জাকাত দিতে হয় না, মোবাইল ব্যালেন্সে থাকা অর্থেরও জাকাত দিতে হবে না।

জাকাত ওয়াজিব হয় বর্ধনশীল সম্পদের ওপর যা ৪ ধরনের হয়ে থাকে:

১. স্বর্ণ
২ রৌপ্য
৩. ব্যবসায়িক পণ্য
৪. নগদ অর্থ

কেউ যদি এক বছর ধরে নেসাব পরিমাণ বর্ধনশীল সম্পত্তি অর্থাৎ সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রুপা বা সমমূল্যের নগদ অর্থ ও ব্যবসাপণ্যের মালিক থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে সে সম্পদশালী ব্যক্তি গণ্য হবে এবং তার ওপর জাকাত ওয়াজিব হবে।

ওএফএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।