অফিসে নামাজের জামাতের আগে আজান দিতে হবে কি?
অনেকে বাসা বা অফিসে জামাতে নামাজ আদায় করেন। এ রকম জামাতের জন্য আজান দেওয়া জরুরি নয়। মসজিদ ছাড়া অন্য কোথাও জামাতে নামাজ আদায় করলে মসজিদের আজান যদি সেখানে শোনা যায়, তাহলে মসজিদের আজানই যথেষ্ট।
আসওয়াদ ও আলকামা (রহ.) বলেন, আমরা দুজন আবদুল্লাহ ইবনে মাসউদের (রা.) বাসায় উপস্থিত হলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের পেছনে যারা রয়েছে (অর্থাৎ শাসকরা) তারা কি নামাজ আদায় করেছেন? আমরা বললাম, না। তিনি বললেন, তাহলে ওঠো এবং নামাজ আদায় কর (যেহেতু নামাজে ওয়াক্ত চলে যাচ্ছে এবং শাসকদের অপেক্ষায় নামাজ আদায়ে দেরি করা যায় না) তিনি আমাদের আজান ও ইকামতের নির্দেশ দিলেন না। আমরা তার পেছনে দাঁড়াতে চাইলে তিনি আমাদের এক জনকে হাত ধরে ডান দিকে এনে দাঁড় করালেন, অন্য জনকে বাম দিকে। (সহিহ মুসলিম: ১০৭৪)
তবে লোকালয়ের বাইরে মসজিদ নেই এমন জায়গায় বা মসজিদের আজান শোনা যায় না এমন জায়গায় নামাজের জামাত করলে আজান দেওয়া উচিত।
ওএফএফ/এএসএম