অস্থায়ী নামাজঘরে ইতেকাফ করা যাবে?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৫ জানুয়ারি ২০২৪

কোনো মসজিদে এক বা একাধিক দিন দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর নিয়ে সওয়াবের নিয়তে অবস্থান করাকে ইতেকাফ বলে। ইতেকাফ ইসলামে ফজিলতপূর্ণ একটি আমল। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি ইবরাহিম ও ইসমাইলকে নির্দেশ দিলাম, তোমরা আমার ঘরকে তওয়াফকারী, ইতেকাফকারী ও রুকু–সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। (সুরা বাকারা: ১২৫)

রমজানের শেষ দশদিন ইতেকাফ করা সুন্নত। নবিজি (সা.) প্রতি রমজানে দশ দিন ইতেকাফ করতেন। যে বছর তিনি ইন্তিকাল করেন, ওই বছর তিনি বিশ দিন ইতেকাফ করেছিলেন। (সহিহ বুখারি) এ ছাড়া সারা বছরই নফল ইতেকাফ করা যায়। ইতেকাফের মানত করলে তা পূরণ করা ওয়াজিব। ওয়াজিব ইতেকাফে রোজা রাখা বাধ্যতামূলক।

ইতেকাফ শুধু মসজিদেই করা যায়। অস্থায়ী নামায ঘরে ইতেকাফ শুদ্ধ হয় না। তাই কেউ যদি ইতেকাফের মানত করে, তাহলে তার জন্য কোনো মসজিদে ইতেকাফে বসে ওই মানত পূরণ করা ওয়াজিব হবে। রমজানের সুন্নত ইতেকাফ বা অন্য সময়ের নফল ইতেকাফও মসজিদেই করতে হবে।

ওএফএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।