সচ্ছলতার জন্য ফাতেমাকে (রা.) যে দোয়া পড়তে বলেছিলেন নবিজি (সা.)

ওমর ফারুক ফেরদৌস
ওমর ফারুক ফেরদৌস ওমর ফারুক ফেরদৌস , আলেম ও লেখক
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১০ জানুয়ারি ২০২৪

আবু হোরায়রা (রা.) বলেন, একবার ফাতেমা (রা.) নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে একটি খাদেম চাওয়ার জন্য এলেন। তিনি তাকে বললেন, আমার কাছে এমন কিছু নেই যা তোমাকে দিতে পারি। তিনি ফিরে গেলেন। পরে নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার কাছে গিয়ে বললেন, যা তুমি চেয়েছো, সেটিই কি তোমার কাছে অধিক প্রিয়, না যা তার চেয়ে উত্তম সেটি? আলি (রা.) স্ত্রীকে পরামর্শ দিলেন, বলো যা তার চেয়ে উত্তম সেটি। ফাতেমা (রা.) তাই বললেন। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তুমি বলো,

اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَىْءٍ مُنْزِلَ التَّوْرَاةِ وَالإِنْجِيلِ وَالْقُرْآنِ الْعَظِيمِ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَىْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَىْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَىْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَىْءٌ اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ

উচ্চারণ: আল্লাহুম্মা রাব্বিস-সামাওয়াতিস-সাবই ওয়া রাব্বিল আরশিল আযিম। রাব্বানা ওয়া রাব্বি কুল্লি শাইইন মুনাযযিলাত-তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআনিল আযিম আনতাল আওয়ালু ফালাইসা কাবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বা’দাকা শাইউন ওয়া আনতাযযাহিরু ফা লাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন ইকজি আন্নাদ-দাইনা ওয়া আগনিনা মিনাল ফাকরি

অর্থ: হে আল্লাহ, সাত আসমানের প্রতিপালক ও মহান আরশের রব, আমাদের রব ও প্রতিটি জিনিসের রব, তাওরাত, ইনজিল ও মহান কোরআন নাজিলকারী, তুমি আদি, তোমার পূর্বে কিছু নাই, তুমি অন্ত, তোমার পরেও কিছু নাই, তুমি প্রবল, বিজয়ী ও প্রকাশ্য, তোমার ওপরে কিছু নাই, তুমি গুপ্ত, তুমি ছাড়া আর কিছু নাই। তাই তুমি আমাদের ঋণ পরিশোধ করে দাও এবং আমাদেরকে দারিদ্র্য থেকে স্বাবলম্বী বানাও। (সুনানে ইবনে মাজা: ২/৩৮৩১)

দারিদ্র্য-ঋণ থেকে মুক্তি এবং সচ্ছলতার জন্য এ দোয়াটি আমরাও পড়তে পারি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে দোয়াটি পড়ে ঘুমালে আল্লাহ বরকত দান করবেন বলে আশা করা যায়। সহিহ মুসলিমে এসেছে, আবু হোরায়রা (রা.) থেকে দোয়াটির একজন বর্ণনাকারী আবু সালেহ (রহ.) তার ছাত্রদের নির্দেশ দিতেন ঘুমানোর আগে ডান কাতে শুয়ে দোয়াটি পড়তে। (সহিহ মুসলিম: ৬৬৪১)

ওএফএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।