গাছের কাছে সন্তান প্রার্থনা গর্হিত শিরক

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩

সম্প্রতি নাটোরের একটি গ্রামের ঘটনা সংবাদ মাধ্যমে এসেছে যে, সেখানকার একটি আশ্রমের বটগাছের নিচে নারীরা সন্তান লাভের আশায় আঁচল বিছিয়ে সন্তান প্রার্থনা করেন। তারা বিশ্বাস করেন আঁচলে বটগাছের ফুল পড়লে ছেলে হবে, পাতা পড়লে মেয়ে হবে। ইসলামের দৃষ্টিতে এরকম বিশ্বাস ও প্রার্থনা গর্হিত শিরক হিসেবে গণ্য হয়। কোনো ইমানদার পুরুষ বা নারী এ কথা বিশ্বাস করতে পারে না যে, গাছের সন্তান দান করার ক্ষমতা আছে বা গাছের কাছে সন্তান প্রার্থনা করা যায়। এরকম শিরকি কাজ বা বিশ্বাস কারও মধ্যে থাকলে তা থেকে দ্রুত তওবা করে আল্লাহর ওপর ইমান আনতে হবে। সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে।

শিরক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য ও জঘন্যতম পাপ। কোরআনে শিরককে সবচেয়ে নিকৃষ্ট জুলুম বলা হয়েছে এবং বিভিন্ন আয়াতে বারবার শিরক থেকে বেঁচে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না। আল্লাহ বলেন,

اِنَّ اللهَ لَا یَغْفِرُ اَنْ یُّشْرَكَ بِهٖ وَ یَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ یَّشَآءُ وَ مَنْ یُّشْرِكْ بِاللهِ فَقَدِ افْتَرٰۤی اِثْمًا عَظِیْمًا.

নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরিক করা ক্ষমা করেন না। এছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। এবং যে আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ করে। (সুরা নিসা : ৪৮)

শিরক যারা করবে, তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করে আল্লাহ বলেন,

اِنَّهٗ مَنْ یُّشْرِكْ بِاللهِ فَقَدْ حَرَّمَ اللهُ عَلَیْهِ الْجَنَّةَ وَ مَاْوٰىهُ النَّارُ.

আর যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। (সুরা মায়েদা: ৭২)

তাই আমাদের কাজে বা বিশ্বাসে কোনোভাবেই যেন শিরক স্থান না পায় এ ব্যাপারে খুব সাবধান থাকা কর্তব্য।

ওএফএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।