দুজনের জামাতে মুক্তাদি যেভাবে দাঁড়াবে

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩

আমাদের দেশে সাধারণত দুজনের জামাত হলে অর্থাৎ ইমাম ছাড়া শুধু একজন মুসল্লি থাকলে মুক্তাদি ইমামের ডান পাশে ইমামের চেয়ে বেশ কিছুটা পিছিয়ে দাঁড়ায়। এটা সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতি হলো, দুজনের জামাত হলে মুক্তাদি ইমামের বরাবর পাশে দাঁড়াবে, পিছিয়ে দাঁড়াবে না।

আবদুল্লাহ বিন উতবা (রহ.) বলেন, আমি এক দুপুরে ওমরের (রা.) কাছে উপস্থিত হলাম। তখন তিনি নফল নামায পড়ছিলেন। তিনি আমাকে নামাজের জন্য তার বরাবর ডান পাশে দাঁড় করালেন। (মুসান্নাফে আবদুর রাযযাক)

তাবেঈ আতা (রহ.) থেকেও বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, দুজনের জামাতে মুক্তাদি ইমামের বরাবর ডান পাশে এমনভাবে দাঁড়াবে, এগিয়ে বা পিছিয়ে নয়। (মুসান্নাফে আবদুর রাযযাক)

তবে ইমামের বরাবর দাঁড়ালে মুক্তাদি নামাজের মধ্যে আগে বেড়ে যেতে পারে এমন আশংকা থাকলে সামান্য পিছিয়ে দাঁড়াতে পারে। কারণ ইমামের চেয়ে এগিয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যায়।

ওএফএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।