নামাজে রুকু না করে সিজদায় চলে গেলে করণীয়
নামাজে প্রতি রাকাতে রুকু করা নামাজের রোকন বা ফরজ। রুকু ছাড়া রাকাত পূর্ণ হয় না। রুকু না করে সিজদা করলে ওই সিজদাও শুদ্ধ হয় না। কেউ যদি কোনো রাকাতে রুকু না করেই সিজদায় চলে যায়, তাহলে উভয় সিজদার যে কোনেটিতে রুকু ছুটে যাওয়ার কথা মনে পড়লে সাথে সাথে উঠে দাঁড়িয়ে রুকু করতে হবে, যথানিয়মে রুকু থেকে উঠে দাঁড়িয়ে পুনরায় সিজদা আদায় করতে হবে এবং নামাজ শেষে সাহু সিজদা দিতে হবে।
প্রথম রাকাতের সিজদা করে ফেলার পর যদি রুকু ছুটে যাওয়ার কথা মনে পড়ে, তাহলে ওই পূর্ণ রাকাতটি পুনরায় আদায় করতে হবে এবং সাহু সিজদা দিতে হবে। পরবর্তী কোনো রাকাতে শুধু রুকু কাজা করে নেওয়া যথেষ্ট নয়।
পুরো নামাজে রুকু ছুটে যাওয়ার কথা মনে পড়লে বা মনে পড়লেও ওই রাকাতটি পুনরায় আদায় না করে শুধু সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করলে ওই নামাজটি পূর্ণ হয়নি বলে গণ্য হবে এবং পুনরায় আদায় করতে হবে।
ওএফএফ/জেআইএম