টাইলসের মেঝে নাপাক হলে কীভাবে পাক করবো?
বাসায় শিশুরা থাকলে তাদের প্রস্রাব করার কারণে এবং অন্যান্য কারণেও অনেক সময় মেঝে নাপাক হয়ে যায়। মেঝে যদি টাইলসের, সিমেন্টের বা এরকম শক্ত কিছু দিয়ে বানানো হয় যেগুলো পানি শোষণ করে না, তাহলে পানি দিয়ে ধুয়ে বা মুছে নাপাকির চিহ্ন বা গন্ধ দূর করলেই ওই মেঝে পবিত্র হয়ে যাবে।
পানি শোষণ করে না এমন আসবাবপত্র যেমন আয়না, ছুরি, থালা, বদনা ইত্যাদিও অপবিত্র হলে পানি দিয়ে ধুয়ে নাপাকি দূর করলে পবিত্র হয়ে যায়। মাটি বা অন্য কিছু দিয়ে ঘষে বা আগুনে পুড়িয়ে নাপাকি দূর করলেও এসব জিনিস পবিত্র হয়ে যায় ধোয়া ছাড়াই।
মাদুর, কার্পেট, ফোম, তুলা ভরা বালিশ, লেপ, তোষক অর্থাৎ নিংড়ানো যায় না কিন্তু পানি শোষণ করে এমন কাপড় বা আসবাবপত্র পবিত্র করার উপায় হলো একবার ধুয়ে পানি ঝরার জন্য রেখে দেবে। পানি ঝরে গেলে আবার ধুবে। এভাবে তিনবার ধুলে পবিত্র হয়ে যাবে।
ওএফএফ/এএসএম