ফরজ গোসলের সময় নাকে পানি দিতে ভুলে গেলে কী করবেন?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯ এএম, ২৮ অক্টোবর ২০২৩

গোসল আরবী শব্দ। বাংলায়ও শব্দটি প্রচলিত। গোসল অর্থ হচ্ছে পুরো শরীর পানি দিয়ে ধৌত করা। সাধারণত প্রতিদিনই বা নিয়মিত আমরা গোসল করে থাকি। পরিচ্ছন্নতার জন্য নিয়মিত গোসল করা উচিত। কিছু কারণ ঘটলে গোসল ফরজ হয়ে যায়। কারণগুলো হলো,

১. পুরুষ অথবা নারী ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় যে কোনো কারণে বীর্যপাত হলে গোসল ফরজ হয়।

২. স্বামী স্ত্রী শারীরিকভাবে মিলিত হওয়ার পর গোসল ফরজ হয়।

৩. নারীদের মাসিক বা নেফাসের বন্ধ হলে গোসল ফরজ হয়।

৪. কারো মৃত্যু হওয়ার পর তাকে গোসল করানো ফরজ হয়।

ফরজ গোসলের সময় কুলি করা, নাকি পানি দেওয়া ও পুরো শরীর ভালোভাবে ধৌত করা ফরজ। নাকে পানি না পৌঁছলে বা কুলি না করলে ফরজ গোসল হয় না।

কেউ যদি ফরজ গোসলের সময় নাকে পানি দিতে বা কুলি করতে ভুলে যান, তাহলে যখনই মনে পড়বে, তখন শুধু নাকে পানি দিলে বা কুলি করলে গোসল পরিপূর্ণ হয়ে যাবে। আবার গোসল করা আবশ্যক নয়।

গোসল অসম্পূর্ণ অবস্থায় অর্থাৎ নাকে পানি দেওয়া বা কুলি করার আগেই কোনো নামাজ আদায় করে ফেললে গোসল পরিপূর্ণ করার পর আবার নামাজটি আদায় করতে হবে।

ওএফএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।