আশুরা উপলক্ষে কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ এএম, ০১ আগস্ট ২০২৩

মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো কেরাত প্রতিযোগিতা। আশুরা উপলক্ষে সন্ধ্যায় চাঁদপুর সদরের নানুপুর গ্রামের নানুপুর জামে মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিচারকের দায়িত্ব পালন করেন নানুপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বকর সিদ্দিক।

আশুরা উপলক্ষে কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাড়াও অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় সহযোগিতা করে হজসামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান আল-ইসলাম ব্রাদার্স।

আরও পড়ুন: মুহাম্মদ বদরুজ্জামানের কণ্ঠে আসছে 'হাবিবি মুহাম্মদ'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ গাজী মুনছুর আজিজ, মসজিদের মুয়াজ্জিন মো. শামীম হোসাইন, সাহাবুদ্দিন খান প্রমুখ।

২০০১ সালে গাজী মুনছুর আজিজের উদ্যোগে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। এর উদ্যোগে পাঠাগার পরিচালনা, বৃক্ষরোপণ অভিযান, শিক্ষাবৃত্তি প্রদান, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন, ইলিশ আড্ডা, ঈদ উৎসব ছড়া ম্যাগাজিন প্রকাশসহ নানা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।