মাহফুজ ইমনের ইসলামি গান ‘সোনার মদিনা’

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ৩০ জুলাই ২০২৩

‘সোনার মদিনা’ শিরোনামে একটি ইসলামি গান প্রকাশিত হয়েছে মাহফুজ ইমনের। গানটি দিয়ে এরই মধ্যে ভালো সাড়া পাচ্ছেন চট্টগ্রামের উদীয়মান এ গায়ক ও সংগীত পরিচালক। গানটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর দর্শকের ভালোবাসা পাচ্ছেন এ শিল্পী।

মাহফুজ ইমনের জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। ছোটবেলা থেকে গানের প্রতি ঝোঁক ছিল। সেই ইচ্ছা থেকেই গানের কম্পোজিশন শেখেন। স্টুডিও গড়েন চট্টগ্রামের হালিশহরে। তার সংগীতজীবন ২০১৩ সাল থেকে শুরু হলেও পেশা হিসেবে বেছে নেন ২০১৮ সালে।

প্রথমে বিভিন্ন কভার গান দিয়ে শুরু করলেও ধীরে ধীরে মৌলিক গানের প্রতি মনোযোগী হন। ২০২১ সালে প্রথম মৌলিক গান ‘আমার পৃথিবী’ মুক্তি পায় ইউটিউবে। এ গান দিয়েও বেশ সাড়া পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন: কনফারেন্সে অংশ নিতে লন্ডন গেলেন হাফেজ নাজমুস সাকিব

তিনি ভাবছেন, ইসলামি সংগীতকে এগিয়ে নিয়ে যাবেন। তার বেশ কয়েকটি ইসলামি গানে সাড়া পান শ্রোতাদের কাছ থেকে। ইউটিউব থেকে পান সিলভার প্লে বাটনও।

ইউটিউব ছাড়াও স্পোটিফাইসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও অসংখ্য বার শোনা হয়েছে তার ‘সোনার মদিনা’ গানটি। গানটি নিয়ে অসংখ্য রিলস ও টিকটক ভিডিও তৈরি করেছেন শ্রোতারা।

ইসলামি গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাহফুজ ইমন বলেন, ‘গান আমার রক্তে মিশে আছে। আমি যে কোনো অবস্থাতেই গান চালিয়ে যেতে চাই। আমি বিশ্বাস করি, সবকিছু ছেড়ে গেলেও গান আমাকে ছেড়ে যাবে না। তাই গান নিয়েই বাঁচতে চাই।’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।