ছোট্ট একটি আমলেই মিলবে বিশেষ ৮ মর্যাদা
ছোট্ট একটি আমল। আল্লাহর একত্ববাদের স্বীকৃতির তাসবিহ। এতে মিলবে বিশেষ ৮টি মর্যাদা। কিন্তু এ আমলটি কখন করবেন? তাসবিহ বা আমলটিই বা কী? আমলটি সম্পর্কে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী বলেছেন?
সকাল-সন্ধ্যায় পড়া তাওহিদের স্বীকৃতি দেওয়া একটি তাসবিহের আমলেই মিলবে বিশেষ আট মর্যাদা। ফজর ও মাগরিবের ফরজ নামাজের পর ছোট্ট এ আমলটি করতে হয়। হাদিসে বিশুদ্ধ বর্ণনায় তা এভাবে ওঠে এসেছে-
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ফজর ও মাগরিবের (ফরজ) নামাজ শেষ করার পর চলে যাওয়া বা উভয় পা গুটিয়ে নেওয়ার আগে (তাওহিদের ঘোষণায় ভরপুর ছোট্ট একটি) দোয়া ১০বার পড়বে; এর বিনিময়ে মহান আল্লাহ ওই ব্যক্তির জন্য বিশেষ ৮টি মর্যাদা দান করবেন। (আমলটি) হলো-
لَا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারিকা লাহু; লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়িউ ওয়া ইয়মিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদির।’
অর্থ : ‘আল্লাহ ব্যতিত সত্য কোনো উপাস্য নেই; তিনি একক তাঁর কোনো অংশীদার নেই। রাজত্ব ও ক্ষমতার অধিকারী তিনিই, সব প্রশংসার মালিকও তিনি। তিনি জীবন দান করেন ও মৃত্যু দান করেন। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।’ (মুসনাদে আহমদ, তিরমিজি, নাসাঈ, ইবনে হিব্বান, তারগিব-তারহিব)
মুমিনের বিশেষ ৮ মর্যাদা
১. তাকে জান্নাত আবশ্যককারী ১০টি নেকি দান করা হবে।
২. ধ্বংসকারী ১০টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।
৩. ১০টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে।
৪. ১০ জন ঈমানদার কৃতদাস মুক্ত করার সমপরিমাণ সাওয়াব দেওয়া হবে। (তিরমিজি, নাসাঈ, ইবনে হিব্বান)
৫. ওই দিনের সব ধরনের অপছন্দনীয় (মুনকার) বস্তু/বিষয় থেকে হেফাজত করা হবে।
৬. সারাদিন ও রাত (ফজরের পর পড়লে সারা দিন এবং মাগরিবের পর পড়লে সারা রাত) বিতাড়িত শয়তানের আক্রমণ থেকে নিরাপদ রাখা হবে।
অন্য বর্ণনায় এসেছে, ‘আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একদল সশস্ত্র ফেরেশতা নিযুক্ত করবেন; যারা ওই ব্যক্তিকে সকাল (নির্ধারিত সময়) পর্যন্ত শয়তানের অনিষ্ট থেকে পাহারা দেবেন।
৭. শিরক ছাড়া কোনো গুনাহ তাকে স্পর্শ করার সুযোগ পাবে না।
৮. সে হবে ওই দিন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলকারী। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে তার চেয়ে উত্তম হবে অর্থাৎ তার চেয়ে বেশিবার (এ আমল/দোয়া) পাঠ করবে।’
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফজর ও মাগরিবের ফরজ নামাজের সালাম ফেরানোর পর বসা থেকে ওঠার আগে ছোট্ট এ আমলটি গুরুত্বসহ করার মাধ্যমে ঘোষিত বিশেষ ৮ মর্যাদা পাওয়ার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/জিকেএস