আব্দুল হাসিবের কণ্ঠে যত ইসলামি গান

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৮ মে ২০২৩

ইসলামি সংগীত জগতে পরিচিত মুখ কিশোর শিল্পী আব্দুল হাসিব বিন ইদ্রিস। নিজের বেশ কয়েকটি গান গেয়ে জনপ্রিয় হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার শ্রোতা আছেন। বর্তমানে কাজ করছেন দেশের জনপ্রিয় ইসলামিক সাংস্কৃতিক সংগঠন হ্যাভেন টিউনে।

শিল্পী আব্দুল হাসিব বিন ইদ্রিস শৈশব থেকেই বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে নাশিদ গেয়ে মুগ্ধ করতেন শ্রোতাদের। বিভিন্ন ইসলামি অনুষ্ঠানের মঞ্চে ইসলামি সংগীত গাইতেন। সংগীত জগতের হাতেখড়ি বড় ভাইয়ের মাধ্যমে হলেও পরে তার প্রতিভার বিকাশ ঘটে হ্যাভেন টিউনে এসে।

আরও পড়ুন: মুসলিমরাও চিকিৎসাবিজ্ঞানের আবিষ্কারক

২০২১ সালে প্রথম রিলিজ হয় ‘সৃষ্টি দেখে অবাক মোরা’ ইসলামি সংগীতটি; যা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। এরপর ২০২২ সালে দেশের সেরা ইসলামিক ই্উটিউব চ্যানেল হ্যাভেন টিউনে প্রকাশ হয় তার একক সংগীত ‘বারে বারে পথ ভুলি’।

এ পর্যন্ত তার সংগীত হলো- বারে বারে পথ ভুলি, তুমি এসেছ বলে, দিন যায় দিন আসে, রাসুলে মুহাম্মাদ, বিজয় নিশান ইত্যাদি। এছাড়া উদাস মনে রঙিন দোলা, সাদা কাফন, বিজয়, কুরবানি, ঈদ মুবারাক গানগুলো গেয়েছেন। তিনি আরবি, উর্দু ও ইংরেজি গান গেয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন।

আরও পড়ুন: ইসলামের শিক্ষাদান পদ্ধতি

আব্দুল হাসিব বিন ইদ্রিস বলেন, ‘ইসলামি সংগীত ইসলামি সাংস্কৃতিক বিপ্লবের একটি অংশ হিসেবে কাজ করে। মানুষ বিনোদনের নামে বেহায়াপনা দেখে। নোংরা সংস্কৃতির মোহে পড়ে যায়। আগামী দিনে মুসলিম উম্মাহ যেন সুস্থ, সুন্দর ও হালাল বিনোদন গ্রহণ করে। ইসলামি সংস্কৃতি ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের কাছে।’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।