নারীরা নখে মেহেদি দিতে পারবে কি?
নারীর সাজ-সজ্জা স্বামীর সামনে সওয়াবের কাজ। এতে দাম্পত্য জীবনে আসে অনাবিল সুখ ও শান্তি। অনেক নারী হাতের সৌন্দর্য বাড়াতে আঙুলের মাথায় বা নখে মেহেদি দিয়ে রাঙিয়ে থাকে। এমনটি করা যাবে কি?
হ্যাঁ, নারীরা হাতের নখে মেহেদি লাগাতে পারবে। হাতের আঙুলের অগ্রভাগ মেহেদি দ্বারা রাঙাতে পারবে। হাদিসের দিকনির্দেশনাও এমনই। নারীদের নখ সব সময় মেহেদি দ্বারা রাঙিয়ে রাখাই উত্তম। হাদিসে পাকে এসেছে-
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, একদিন এত নারী হাতে চিঠি নিয়ে পর্দার আড়াল থেকে হাত বের করে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে ইশারা করল। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের হাতটি গুটিয়ে নিয়ে বললেন, ‘আমি বুঝতে পারলাম না, এটা কি কোনো পুরুষের হাত; না কোনো নারীর? তখন নারীটি বলল, এটা নারীর হাত। তখন তিনি (নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন-
لَوْ كُنْتِ امْرَأَةً لَغَيَّرْتِ أَظْفَارَكِ
যদি তুমি নারী হতে তাহলে অবশ্যই মেহেদির দ্বারা তোমার হাতের নখগুলো পরিবর্তন (রঙিন) করে নিতে।’ (আবু দাউদ ৪১৬৬, নাসাঈ ৫০৮৯, বায়হাকি ১৩৮৮১, মিশকাত ৪৪৬৭)
এমএমএস/জিকেএস