ঈদে একে অপরকে শুভেচ্ছা জানানোর দোয়া

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ২১ এপ্রিল ২০২৩

রোজাদার মুসলমানের প্রধান উৎসব ঈদুল ফিতর। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবাগণ ঈদের একে অপরকে দেখলে শুভেচ্ছা বিনিময়ে একটি দোয়া পড়তেন। সুন্নতের অনুসরণে ঈদের চাঁদ দেখার পর থেকে শুভেচ্ছা বিনিময়ে করা যেতে পারে এ দোয়া। নবিজির শেখানো এ দোয়াটি কী?

পরস্পরের দেখা-সাক্ষাতে শুভেচ্ছা বিনিময়ে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটি শিক্ষিয়েছেন। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবাগণ ঈদের শুভেচ্ছা বিনিময়ে একে অপরকে বলতেন-
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
অর্থ : ‘আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেকা আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।’

>> ন্যূনতম ‘ঈদ মোবারক’ বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়।
শাওয়ালের প্রথম সন্ধ্যা থেকেই এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হলেই পরস্পরের নেক আমল কবুলের দোয়ায় শুভেচ্ছা বিনিময় করবেন। এতে আল্লাহ তাআলা এক মুমিন মুসলমানের জন্য অপর মুমিন মুসলমানের দোয়াকে কবুল করবেন। রমজানের রহমত বরকত মাগফেরাত ও নাজাত সাব্যস্ত করবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ দোয়ার মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পরস্পরের কল্যাণ ও মঙ্গল কামনা করর তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।