প্রশংসিত হচ্ছে জুবায়ের আহমদ তাশরীফের নাশিদ

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৩ এপ্রিল ২০২৩

মাহমুদুল হক জালীস

‘মনের ঘরেতে, রেখেছি যারে, দো’জাহানের বাদশা নবী কামলিওয়ালারে’ ইসলামি সংগীতপ্রেমীদের কাছে তুমুল জনপ্রিয় একটি সংগীত। তরুণ ইসলামি আলোচক জুবায়ের আহমদ তাশরীফ বেশ কয়েকটি ইসলামি গান রেকর্ড করেছেন। তার প্রায় সব গানই জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি তিনিও কাভার করেছেন তুমুল জনপ্রিয় ওই সংগীতটি।

গত শুক্রবার (৭ এপ্রিল) হলি স্টেপ স্টুডিওর ইউটিউব চ্যানেলে জুবায়ের আহমদ তাশরীফের গানটি মুক্তি দেওয়া হয়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে গানটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রশংসিতও হচ্ছে খুব।

জুবায়ের আহমদ তাশরীফ বলেন, গানটি আমাদের সবার প্রিয় মানুষ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে লেখা। গানের কথাগুলো শুনলে নবিজির কথা এবং মদিনার কথা মনে পড়ে যায়। এ কারণে দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

তিনি বলেন, ঈদের আগে আরও একটি ইসলামি সংগীত রিলিজ হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য দু-একদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।