রোজায় প্রস্রাবের রাস্তা বা জরায়ুতে ওষুধ ব্যবহার করা যাবে কি?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১১:০৬ এএম, ১৩ এপ্রিল ২০২৩

রোজা রাখা অবস্থায় যদি কেউ প্রস্রাবের রাস্তায় ওষুধ ব্যবহার করে কিংবা নারীদের লজ্জাস্থান বা জরায়ুতে কোনো ওষুধ ব্যবহার করে তবে তার রোজার কোনো ক্ষতি হবে কি? তার রোজা কি নষ্ট হবে?

না, তাতে রোজা ভাঙবে না। পুরুষের প্রস্রাবের রাস্তা ও নারীদের লজ্জাস্থানে প্রয়োজনে ওষুধ ব্যবহার করলে তাতে রোজা নষ্ট হবে না। তেমনিভাবে পুরুষের প্রস্রাবের রাস্তা দিয়ে বা নারীদের লজ্জাস্থানে কোনো ওষুধ ভেতরে প্রবেশ করালেও রোজা ভঙ্গ হবে না। কেননা, সেখান থেকে ওষুধ এমন কোনো স্থানে তা পৌঁছে না, যেখানে পৌঁছালে রোজা ভেঙে যায়।

বরং তা সর্বোচ্চ মূত্রনালি বা জরায়ু তথা গর্ভাশয়ে পৌঁছে মাত্র। আর মূত্রনালি বা গর্ভাশয়ে ওষুধ ব্যবহার রোজা ভঙ্গের গ্রহণযোগ্য খালি জায়গা নয়। তাই রোজা নষ্ট হবে না। (আল মালাকাতুল ফিকহিয়্যা ১/১১৪-১১৫)

এমএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।