রোজায় ভুলে কোনো কিছু খেয়ে ফেললে কী হবে?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৬ মার্চ ২০২৩

কোনো রোজাদার রোজা রাখা অবস্থায় ভুলক্রমে কোনো কিছু পানাহার করলে রোজার কী হবে। সেকি রোজা থাকবে?

রমজানে রোজা রেখে দিনের বেলায় ভুলক্রমে (রোজার কথা ভুলে গিয়ে) পানাহার বা রতিক্রিয়া করলে রোজার কোনো ক্ষতি হবে না; কাজা ও কাফফারা কিছুই আদায় করতে হবে না। কারণ, অনিচ্ছাকৃত ভুল আল্লাহ মাফ করবেন। তবে রোজার কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দিতে হবে।

যদি কেউ রোজার কথা মনে হওয়ার পরও পানাহার করে তবে তার রোজা ভেঙে যাবে। রোজার কথা মনে হওয়ার পর কোনো কিছু খেলে তার ওপর কাজা ও কাফফারা উভয়টি আদায় করতে হবে।

কারণ মনে হওয়ার পর ইচ্ছে করে খাওয়ার কাজটি করা হয়েছে; যা রোজা ভঙ্গের কারণ। আর ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করলে তার কাজা ও কাফফারা উভয়ই আদায় করতে হয়।

কাজা ও কাফফারা কী?

কাজা হলো, একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখা; আর কাফফারা হলো, একটি রোজার পরিবর্তে ধারাবাহিকভাবে ষাটটি রোজা রাখা। সুতরাং একটি রোজার কাজা ও কাফফারা মিলে মোট একষট্টিটি রোজা রাখতে হবে। (দুররুল মুখতার, রদ্দুল মুহতার)

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।