কেয়ামতের দিন লাঞ্ছিত না হওয়ার দোয়া
দুনিয়ার দৃষ্টিনন্দন সব সুন্দর সৃষ্টিই একদিন ধ্বংসশীল। ছোট্ট একটি হুকুমে মুহূর্তেই সবকিছু ধ্বংস হয়ে যাবে; এমনকি তার ভয়াবহতাও কল্পনাতীত। কেয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে যেন হেয় হতে না হয়, সে জন্য আল্লাহর কাছে বেশি বেশি এ দোয়াটি পড়ে সাহায্য প্রার্থনা করা-
رَبَّنَا وَ اٰتِنَا مَا وَعَدۡتَّنَا عَلٰی رُسُلِکَ وَ لَا تُخۡزِنَا یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ اِنَّکَ لَا تُخۡلِفُ الۡمِیۡعَادَ
উচ্চারণ: ‘রাব্বানা ওয়া আতিনা মা ওয়া আত্তানা আলা রুসুলিকা ওয়া লা তুখযিনা ইয়াওমাল কিয়ামাহ; ইন্নাকা লা তুখলিফুল মিআদ।’
অর্থ: ‘হে আমাদের রব! আর আপনি আমাদের তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদের দিয়েছেন আপনার রাসুলগণের মাধ্যমে। আর কেয়ামতের দিনে আপনি আমাদের অপমান করবেন না। নিশ্চয় আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না।’ (সুরা আল-ইমরান: আয়াত ১৯৪)
এমএমএস/এএসএম