সালাম ফেরানোর পর যে দোয়া পড়তে হয়

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০৮ ডিসেম্বর ২০২২

উপকারি জ্ঞান, পবিত্র রিজিক ও কবুলযোগ্য আমলের জন্য আল্লাহর অনুগ্রহের বিকল্প নেই। যারা আল্লাহর কাছে চাইবে মহান আল্লাহ তাদের এ জিনিসগুলো দান করবেন। এ কারণে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফেরানোর পরপরই মহান আল্লাহর কাছে এভাবে ধরণা দিতেন-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, ওয়া রিযকান ত্বইয়্যেবান ওয়া আমালান মুতাকাব্বালা।’

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারি জ্ঞান চাই; পবিত্র রিজিক চাই এবং কবুলযোগ্য আমলের প্রার্থনা করি।’ (নাসাঈ ৯২৫)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের সালাম ফেরানোর পরপরই তাঁর কাছে এ দোয়া বেশি বেশি করার তাওফিক দান করুন। তিনি মানুষকে উপকারি জ্ঞান, হালাল রিজিক ও কবুলযোগ্য আমল দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।