অন্তরকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার দোয়া

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০৬ ডিসেম্বর ২০২২

ছোট্ট একটি দোয়া। মহান আল্লাহর কাছে এ দোয়ায় পাপ কাজ থেকে বেঁচে থাকার আবেদন করলে তিনি বান্দাকে অনুগ্রহ করে তা থেকে বাঁচিয়ে দেন। নবিজি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটি পড়তেন। যে কেউ এ দোয়ার আমল করবে, মহান আল্লাহ তাআলা তাকে অন্তর থেকে পাপ কাজ করা থেকে বাঁচিয়ে দেবেন। দোয়াটি কী?

হজরত যিয়াদ ইবনু ইলাকাহ রাহমাতুল্লাহি আলাইহি তার চাচার সনদে বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ ‏
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আমালি ওয়াল আহওয়ায়ি।’
অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে গৰ্হিত চরিত্র, গৰ্হিত কাজ ও কু-প্রবৃত্তি থেকে আশ্রয় চাই।’ (তিরমিজি ৩৫৯১)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ছোট্ট এ দোয়াটির মাধ্যমে পাপ কাজ থেকে নিজেরে অন্তরকে বাঁচিয়ে রাখার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।