জানাজা নামাজের ফরজ কয়টি?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০৩ ডিসেম্বর ২০২২

জানাজার নামাজ ফরজে কিফায়া। এ নামাজ হচ্ছে আল্লাহর কাছে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। জানাজার নামাজে বেশি লোক উপস্থিত হওয়া ভালো। তবে বেশি লোক উপস্থিতির জন্য জানাজা দেরি করা ঠিক নয়। জানাজার নামাজের রয়েছে ফরজ ও সুন্নাত। অনেকেই জানে না জানাজা নামাজের ফরজ ও সুন্নত কয়টি ও কী কী?

জানাজার ফরজ

জানাজার নামাজের ফরজ ২টি। তাহলো-

১. চার তাকবির (আল্লাহু আকবার) বলা। প্রতি তাকবির এক রাকাতের স্থলাভিষিক্ত। তবে এ নামাজে রুকু এবং সেজদা নেই।

২. জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া। ওজর ছাড়া জানাজার নামাজ বসে পড়া বৈধ নয়। আবার কোনো কিছুর উপর ওঠে নামাজ পড়াও বৈধ নয়।

জানাজার সুন্নত

১. আল্লাহ তাআলার হামদ ও সানা পড়া;

২. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পড়া;

৩. মৃত ব্যক্তির জন্য দোয়া করা।

৪. জানাজার নামাজের জন্য ন্যুনতম তিন কাতার করা সুন্নত। বেশি কাতার করতে কোনো বাঁধা নেই। তবে কাতার বেজোড় করা উত্তম।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জানাজার নামাজের ফরজ এবং সুন্নতগুলো যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।