নবিজি (সা.) ঘরে ঢুকে প্রথম কোন কাজ করতেন?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৩ নভেম্বর ২০২২

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ঘরে প্রবেশ করে সর্ব প্রথম কোন কাজটি করতেন? হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সর্ব প্রথম মেসওয়াক করতেন। কিন্তু কেন? হাদিসের ব্যাখ্যায় কী এসেছে? মুসলিম উম্মাহর কী করা উচিত?

হাদিসের বর্ণনায় এসেছে,

হজরত শুরাইহ ইবন হানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম-

 بأي شيء كان يبدأ النبي - صلى الله عليه وسلم - إذا دخل بيته؟ قالت: بالسواك

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাঁর ঘরে প্রবেশ করে সর্ব প্রথম কোন কাজটি করতেন? তিনি বললেন, সর্ব প্রথম মেসওয়াক করতেন।’ (মুসলিম)

কারণ, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সংবাদ দেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ঘরে প্রবেশ করে সর্ব প্রথম মেসওয়াক করতেন। সব সময় মেসওয়াক করা শরিয়ত অনুমোদিত। তবে কিছু কিছু সময় মেসওয়াক করা শরিয়ত মুস্তাহাব করেছে। সে সময়গুলোর মধ্যে অন্যতম হলো- ঘরে প্রবেশের সময় মেসওয়াক করা। সম্ভবত এটার কারণ হচ্ছে- বাহিরে জনসম্মুখে অধিক কথাবার্তার দরুণ সাধারণত মুখে যে অস্বাভাবিকতা সৃষ্টি হয় তা দূর করা।’

এটি একটি সুন্নাত আমল। তাই নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ ও অনুকরণে বাহির থেকে ঘরে ফিরেই প্রথমে মেসওয়াক করা। আর তাতে মিলবে স্বাচ্ছন্দ্য।

আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।