নাশিদশিল্পী রিফাতের কণ্ঠে ‘সুবহান আল্লাহ’

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ০২ নভেম্বর ২০২২

আব্দুল্লাহ আল-মুআজ রিফাত। ইউটিউব চ্যানেল 'অফিশিয়াল আর্টিস্ট ব্যাজ' অর্জনকারী একজন উদিয়মান নাশিদ শিল্পী। ধীরে ধীরে ইসলামি সংগীতাঙ্গনে সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছন রিফাত। বর্তমান সময়ে বেশ কিছু মৌলিক ইসলামি নাশিদ নিয়ে কাজ করছেন তিনি। সম্প্রতি প্রকাশ পেয়েছে চমৎকার নাশিদ ‘সুবহান আল্লাহ’।

ইতিমধ্যে ‘সুবহানআল্লাহ’ শিরোনামে তিনি একটি চমৎকার নাশিদ প্রকাশ করেছেন। গানটি লিখেছেন গীতিকার জুবায়ের আলম এবং সুর করেছেন জুলহাস কিবরিয়া ও সংগীত আয়োজনে ছিলেন হুমায়ুন কবির তারিফ।

সম্প্রতি সময়ে তার গাওয়া বেশ কিছু ইসলামিক নাশিদ প্রকাশ পেয়েছে। নাশিদগুলো ব্যাপক প্রশংসিত হয়েছে। তিনি মানুষের প্রশংসাও কুড়িয়েছেন।

আব্দুল্লাহ আল মুআজ রিফাতের গাওয়া উল্লেখযোগ্য ইসলামী নাশিদের মধ্যে রয়েছে- ‘তাকওয়া হাসিলে রমাদান’, ‘জান্নাতী নুর’, ‘সল্লিআলা’, ‘প্রভুর প্রেমে’, 'ও নবীজি’, ‘তুমি করো গ্রহণ’, ‘সীমাহীন ভালবাসা’ এবং করোনা ভাইরাস নিয়ে ‘দূর করে দাও করোনা’ গেয়েও শ্রোতাদের অনেক ভালোবাসা পেয়েছেন তিনি। তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘Abdullah Al Muazz Rifat’-এ তিনি নিয়মিত নাশিদ আপলোড করেন

বরগুনা জেলায় জন্ম নেওয়া রিফাত আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি আমেরিকায় পড়াশোনার পাশাপাশি স্থায়ীভাবে বসবাস করছেন। ছোটবেলা থেকেই গানের খুব ভক্ত আব্দুল্লাহ আল মুআজ রিফাত। ইসলামি নাশিদে কণ্ঠ দেওয়া ও ইসলামিক নাশিদ লেখার পাশাপাশি তিনি মানুষকে ইসলামের পথেও দাওয়াত দেন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।