কোরআন তেলাওয়াতে সেজদার বিধান কী?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৯ অক্টোবর ২০২২

কোরআনুল কারিম থেকে সেজদার আয়াত তেলাওয়াত করার পর পরই কি সেজদা দিতে হবে? সেজদার আয়াত তেলাওয়াতর বিধান বা হুকুম কী? এ সম্পর্কে ইসলামর দিকনির্দেশনাই বা কী?

হ্যাঁ, কোরআনুল কারিমে সেজদার আয়াত তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গেই সেজদা দেওয়া আবশ্যক। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণকল্পে ফকিহগণ কোরআনের সেজদার আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সেজদা দেওয়াকে ওয়াজিব বলেছেন। এই সেজদা তেলাওয়াতকারী এবং শ্রবণকারী উভয়ের উপর ওয়াজিব।

সুতরাং তেলাওয়াতের সেজদা বিলম্ব না করে সেজদার আয়াত তেলাওয়াতের পরেই আদায় করা উচিত। হাদিসে পাকে তেলাওয়াতে সেজদার ব্যাপারেও এমনটি বলা হয়েছে।

হজরত আব্দুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন-

  كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَقْرَأُ عَلَيْنَا الْقُرْآنَ فَإِذَا مَرَّ بِالسَّجْدَةِ كَبَّرَ وَسجد وسجدنا مَعَه

‘আমাদের কাছে কোরআন তেলাওয়াতের সময় যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেজদার আয়াত পাঠ করতেন, তখন তিনি আল্লাহু আকবার বলে সেজদায় যেতেন এবং আমরাও সেজদা করতাম। (আবু দাউদ ১৪১৩)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, সেজদার  আয়াত পড়া কিংবা শোনার সঙ্গে সঙ্গে সেজদা দেওয়া। হাদিসের অনুসরণ ও অনুকরণ করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।