জুমার দিনের সুন্নত আমল

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২১ অক্টোবর ২০২২

সপ্তাহের সেরা দিন জুমা। দিনটি যেমন ফজিলতপূর্ণ তেমনি এ দিনের নামাজ-ইবাদতও ফজিলতপূর্ণ। হাদিসেরএ দিনের অনেক ফজিলত ঘোষণা করা হয়েছে। দিনটি জুড়ে রয়েছে অনেক সুন্নত আমল। তাহলো-

১. ফজরের নামাজে সুরা সাজদা ও সুরা ইনসান পড়া।

২. গোসল করা।

৩. উত্তম পোশাক পরা।

৪. সুগন্ধি ব্যবহার করা।

৫. আজানের সঙ্গে সঙ্গে (আগে-ভাগে) মসজিদে যাওয়া।

৬. সুরা কাহফ পড়া।

৭. বেশি বেশি দরুদ পড়া।

৮. মসজিদে প্রবেশ করেই দুই রাকাত সুন্নত নামাজ পড়া।

৯. মসজিদে প্রবেশ করে খতিবের দিকে মুখ করে বসা।

১০. ইমামের খুতবা শোনার জন্য চুপচাপ অপেক্ষা করা।

১১. খুতবা শুরু হলে নিরব থেকে মনোযোগের সঙ্গে তা শোনা।

১২. জুমার নামাজ সুরা আলা ও সুরা গাশিয়া দিয়ে আদায় করা।

১৩. জুমার নামাজ সম্পন্ন হলে ২/৪ রাকাত নফল নামাজ পড়া।

১৪. জুমার দিন বেশি বেশি দোয়া করা। বিশেষ করে বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ে এ দোয়া করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমার দিনের সুন্নত আমলগুলো বেশি বেশি আদায় করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।